২৬ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ০৮:২৫:৫৮ পূর্বাহ্ন


রাবিতে বিশ্ব মেডিটেশন দিবস পালিত
রাবি প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২১-০৫-২০২৪
রাবিতে বিশ্ব মেডিটেশন দিবস পালিত রাবিতে বিশ্ব মেডিটেশন দিবস পালিত


‘ভালো মানুষ ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ৪র্থ বারের মতো বিশ্ব মেডিটেশন দিবস পালিত হয়েছে।

কোয়ান্টাম ফাউন্ডেশনের আয়োজনে মঙ্গলবার (২১ মে) সকাল ৬টায় বিশ্ববিদ্যালয়ের সাবাশ বাংলাদেশ মাঠে এ দিবস পালিত হয়।

প্রফেসর ড. এম মোস্তফা কামালের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, "মেডিটেশন চর্চায় একজন মানুষের ভাবনাটা ভালো হয়। আর ভালো ভাবতে পারলেই সহজ হয় ভালো মানুষ হওয়া, ভালো দেশ গড়া। তাই ঘরে ঘরে মেডিটেশন ছড়িয়ে দেয়া এবং নিয়মিত চর্চা এখন খুবই জরুরি" পাশাপাশি এ চমৎকার আয়োজনে করার জন্য সংশ্লিষ্ট সকলকে সাধুবাদ জানান এবং কোয়ান্টাম চেতনার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন তারা।

প্রফেসর ড. মোহাম্মদ শহিদুল আলমের সমাপনী বক্তব্যের মাধ্যেমে অনুষ্ঠানটি শেষ হয়। এ সময়ে উপস্থিত ছিলেন, সমাজকর্ম বিভাগের প্রফেসর ড. গোলাম কিবরিয়া ফেরদৌস, সংস্কৃত বিভাগের প্রফেসর ড. বিপুল কুমার বিশ্বাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. জাহাঙ্গীর আলম, ইতিহাস বিভাগের প্রফেসর ড. ফেরদৌসী বেগম, মার্কেটিং বিভাগের প্রফেসর ড. শুভ্রা রানী চন্দ, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রফেসর ড. সাইফুল ইসলাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরো ৭ জন শিক্ষকসহ প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২১ সাল থেকে দিবস পালনের মধ্য দিয়ে ধ্যান ও সুস্থ জীবনাচারের বাণী এখন পৌঁছে গেছে সমাজের সর্বস্তরের সচেতন মহলে। স্বাস্থ্য অধিদপ্তর ২০২২ সালে যোগ মেডিটেশনকে স্বাস্থ্যসেবার পরিপূরক হিসেবে গ্রহণ করেছে। ২০২৩ সালে শিক্ষা ও শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমের অংশে পরিণত হয়েছে ধ্যান।