২৬ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ১০:৪৬:৫২ পূর্বাহ্ন


রাজশাহী মহানগরীতে সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেপ্তার
মাসুদ রানা রাব্বানী
  • আপডেট করা হয়েছে : ১৫-০৫-২০২৪
রাজশাহী মহানগরীতে সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেপ্তার রাজশাহী মহানগরীতে সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেপ্তার


রাজশাহী মহানগরীতে পারিবারিক আদালতের পৃথক মামলায় ৩ মাসের সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র কর্ণহার থানা পুলিশ। 

মঙ্গলবার (১৪ মে) দিবাগত রাত ১২টা থেকে সাড়ে ১২টায় কর্ণহার থানা এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি হলেন মো: জাহাঙ্গীর আলম ও মো: আহসান আলী । জাহাঙ্গীর আলম রাজশাহী মহানগরীর কর্ণহার থানার মোল্লাডাইং এলাকার মো: আব্দুল মান্নানের ছেলে ও আহসান আলী একই থানার শরমঙ্গল গ্রামের উমেদ আলীর ছেলে।

বুধবার (১৫ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ জামিরুল ইসলাম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায়, আসামি জাহাঙ্গীর আলম কর্ণহার থানাধীন ডাইং-এর হাট বাজারে অবস্থান করছে।এমন সংবাদের ভিত্তিতে কর্ণহার থানার অফিসার ইনচার্জ কমল কুমার দেবনাথের দিকনির্দেশনায় এসআই মো: দুলাল হোসেন ও তাঁর সঙ্গীয় ফোর্স মঙ্গলবার দিবাগত রাত ১২ টায় পরিচালনা করে আসামি আহসান আলীকে ডাইং-এর হাট বাজার থেকে গ্রেপ্তার করে।

অপর একটি অভিযানে কর্ণহার থানার এএসআই মো: সিরাজুল ইসলাম ও তাঁর সঙ্গীয় ফোর্স মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টায় পরিচালনা করে আসামি আহসান আলীকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, আসামি মো: জাহাঙ্গীর আলম ও মো: আহসান আলীর বিরুদ্ধে আরএমপি'র কর্ণহার থানায় পারিবারিক আদালতের মামলায় ৩ মাসের সাজাপ্রাপ্ত দুইটি গ্রেফতারি পরোয়ানা মুলতবি ছিল।