২৬ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ১২:৫৪:১৯ অপরাহ্ন


নগরীর পদ্মাপাড়ের প্রকৃতিতে মুগ্ধতা ছড়াচ্ছে কৃষ্ণচূড়া ফুল
মঈন উদ্দিন:
  • আপডেট করা হয়েছে : ১২-০৫-২০২৪
নগরীর পদ্মাপাড়ের প্রকৃতিতে মুগ্ধতা ছড়াচ্ছে কৃষ্ণচূড়া ফুল নগরীর পদ্মাপাড়ের প্রকৃতিতে মুগ্ধতা ছড়াচ্ছে কৃষ্ণচূড়া ফুল


গ্রাম বাংলার অতি পরিচিত সাধারণ একটি নাম "কৃষ্ণচুড়া ফুল "।

রাজশাহী নগরীসহ বাংলাদেশের প্রায় প্রত্যেক এলাকায় এটি দেখা যায়। কৃষ্ণচূড়া বাঙালির কাছে অতিপরিচিত একটি ফুল। বাঙালির কবিতা, সাহিত্য, গান ও নানা উপমায় এর রূপের মোহনীয় বর্ণনা বিভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। মোহনীয় রূপে প্রকৃতির শোভা বর্ধনকারী এ বৃক্ষ এখনো গ্রামবাংলার পাশাপাশি শহরের বিভিন্ন স্থানে দেখা যায়।

প্রকৃতিতে গ্রীষ্মের ছোঁয়া পড়ার সঙ্গে সঙ্গেই কৃষ্ণচূড়া তার রক্তিম আভা ছড়ানোর মাধ্যমে জানান দেয়-সে এখনও টিকে আছে প্রকৃতিকে সাজাবে বলে।