২৭ নভেম্বর ২০২৪, বুধবার, ০৩:২৭:৩০ পূর্বাহ্ন


পুঠিয়ায় বিপুল পরিমান ফেনসিডিল-সহ ৫জন মাদক কারবারী গ্রেফতার
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
  • আপডেট করা হয়েছে : ০৬-০৪-২০২৪
পুঠিয়ায় বিপুল পরিমান ফেনসিডিল-সহ ৫জন মাদক কারবারী গ্রেফতার পুঠিয়ায় বিপুল পরিমান ফেনসিডিল-সহ ৫জন মাদক কারবারী গ্রেফতার


রাজশাহীর পুঠিয়ায় বিপুল পরিমান ফেনসিডিল-সহ ৫জন মাদক কারবারী গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (৬ এপ্রিল) ভোর সাড়ে ৪টায় পুঠিয়া থানাধীন নামাজগ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলো: মোঃ সুজন বাবু (৩৫), সে পুঠিয়া থানার নামাজগ্রাম গ্রামের মোঃ আবুল কালাম আজাদের ছেলে, মোঃ আমিনুল ইসলাম (২৫), একই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে, মোঃ হাবিবুর রহমান (২৭) ও মোছাঃ তাসলিমা খাতুন (৩০), সে একই গ্রামের মোঃ সুজন বাবুর স্ত্রী। তবে অপর এক আসামীর নাম উল্লেখ করা হয়নি।

শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছে জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ রফিকুল আলম।

তিনি জানান, শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশ জানতে পারেন, পুঠিয়া থানাধীন নামাজগ্রামের মোঃ সুজন বাবুর বসতবাড়ির গেটের সামনে কয়েকজন ব্যক্তি ফেনসিডিল বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১০০ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেসসিডিল উদ্ধার করে ওসি ডিবি, মুহাম্মদ রুহুল আমিন নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোঃ মাহবুব আলম ও ফোর্স। 

উল্লেখ্য, মাদক কারবারী মোঃ সুজন বাবু ও মোঃ আমিনুল ইসলামের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। 

এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারীদের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে।

শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।