২৭ নভেম্বর ২০২৪, বুধবার, ০৪:৩৯:০০ পূর্বাহ্ন


মাদ্রাসার ৩০ ছাত্রের পাশে রক্ত বন্ধন
ইব্রাহিম হোসেন সম্রাট:
  • আপডেট করা হয়েছে : ০৪-০৪-২০২৪
মাদ্রাসার ৩০ ছাত্রের পাশে রক্ত বন্ধন মাদ্রাসার ৩০ ছাত্রের পাশে রক্ত বন্ধন


রাজশাহীর নওদাপাড়াস্থ মথুরার একটি মাদ্রাসায় ৩০ জন হেফজ বিভাগের ছাত্রকে কুরআন ও রেহেল উপহার দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন রক্ত বন্ধন। 

মারকাযুল হুদা হাফেজিয়া ও ক্বারীয়ানা মাদরাসায় অধ্যায়নরত ৩০ জন ছাত্রের কুরআন শরীফ প্রয়োজন এমন তথ্যের ভিত্তিতে স্বেচ্ছাসেবী টিম রক্ত বন্ধন কুরআন ও রেহেল নিয়ে উপস্থিত হয় মাদ্রাসাটিতে।

মাদ্রাসায় শিক্ষকদের উপস্থিততে উপহারগুলো তুলে দেওয়া হয় ছাত্রদের হাতে। 

এসময় রক্ত বন্ধন থেকে জানানো হয়, এই রমাদ্বনে এটি রক্ত বন্ধন পরিবারের ৩য় ইভেন্ট। আরও ৪-৫ টি ইভেন্ট পরিচালনার প্রস্তুতি নিচ্ছে সংগঠনটি। যার মধ্যে অন্য একটি মাদ্রাসার ছাত্রদের কুরআন ও গামছা বিতরণ, একজন ডিভোর্সি নারী ও দুই সন্তানকে স্বাবলম্বীকরণ প্রোজেক্ট, ঈদ উপহারের মত বেশ কিছু ইভেন্ট রয়েছে।