২৭ নভেম্বর ২০২৪, বুধবার, ০৫:৪০:০৩ পূর্বাহ্ন


রাজশাহীতে টেলিভিশন জার্নালিস্ট ইউনিট গঠন
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ০৩-০৪-২০২৪
রাজশাহীতে টেলিভিশন জার্নালিস্ট ইউনিট গঠন রাজশাহীতে টেলিভিশন জার্নালিস্ট ইউনিট গঠন


রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট ইউনিটের (আরটিজেইউ) যাত্রা শুরু হলো।

বুধবার দুপুরে রাজশাহীর টেলিভিশন সাংবাদিকদের নিয়ে নগরীর কাদিরগঞ্জ এলাকায় একটি সভা অনুষ্ঠিত হয়।

সভায় সর্বসম্মতিক্রমে একুশে টিভির রাজশাহী প্রতিনিধি বদরুল হাসান লিটনকে আহ্বায়ক, একাত্তর টিভির ক্যামেরাপারর্সন মেহেদী হাসান যুগ্ম আহ্বায়ক এবং মাই টিভির রাজশাহী প্রতিনিধি শাহরিয়ার অন্তুকে সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন, সময় টিভির রাজশাহী ব্যুরো প্রধান সাইফুর রহমান রকি, নাগরিক টিভির রাজশাহী ব্যুরো প্রধান রফিকুল ইসলাম, বাংলা টিভির রাজশাহী প্রতিনিধি বিজয় ঘোষ, সময় টিভির রাজশাহী প্রতিনিধি শাহীন আলম ও আব্দুস সালাম, একুশে টিভির ক্যামেরাপার্সন হাসান আল মুবিন, দীপ্ত টিভির ক্যামেরাপার্সন রফিকুল ইসলাম, আরটিভির রাজশাহী প্রতিনিধি মোস্তাফিজুর রহমান রকি, নাগরিক টিভির রাজশাহী প্রতিনিধি শিরিন সুলতানা কেয়া, ক্যামেরাপার্সন মখলেছুর রহমান মুকুল, বাংলা টিভির রাজশাহী ক্যামেরাপার্সন অজয় ঘোষ, এটিএন বাংলার ক্যামেরাপার্সন ওয়াহিদ মুরাদ, বিটিভি’র ক্যামেরাপার্সন শাহরিয়ার শেখ সুমন উপস্থিত ছিলেন।

এছাড়াও এ কমিটির সদস্য হিসেবে রয়েছেন, দ্বীপ্ত টিভির রাজশাহী প্রতিনিধি ইউ আদনান, ইনডিপেন্ডেন্ট টিভির রাজশাহী প্রতিনিধি রাশেল মোস্তাফিজ, ক্যামরাপার্সন জাফর ইকবাল লিটন ও সময় টিভির ক্যামেরাপার্সন হাবিবুর রহমান পাপ্পু।

সভায় রাজশাহীতে টেলিভিশনে কর্মরত সকল সাংবাদিকদের পেশাগত মানোনয়ন এবং তাদের সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সংগঠনটি কাজ করবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী রাজশাহীতে টেলিভিশনে কর্মরত সাংবাদিকরা এ সংগঠনের সদস্য হতে পারবেন। এছাড়াও আগামী তিন মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে পুর্নাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।