০৮ ডিসেম্বর ২০২৪, রবিবার, ০৯:৪৩:২৪ অপরাহ্ন


মহানগরীতে ৯২ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ৯ টি স্বর্ণের বার
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
  • আপডেট করা হয়েছে : ০২-০৪-২০২৪
মহানগরীতে ৯২ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ৯ টি স্বর্ণের বার মহানগরীতে ৯২ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ৯টি স্বর্ণের বার


রাজশাহী মহানগরীতে ৯২ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ৯টি স্বর্ণের বার-সহ মোহাম্মদ কামরুজ্জামান ডাবলু (৫২), নামের এক ব্যক্তিতে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

সোমবার (১ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার মোহাম্মদ কামরুজ্জামান ডাবলু (৫২), মহানগরীর দামকুড়া থানার আলিমগঞ্জ এলাকার মৃত ইন্তাজ আলীর ছেলে।

মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ জামিরুল ইসলাম। 

তিনি জানান,  সোমবার সকাল সাড়ে ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে ডিবি পুলিশ জানতে পারে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের সামনের গেটে এক ব্যক্তি অবৈধভাবে স্বর্ণের বার বিক্রির জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে এসআই মসলেম উদ্দিন ও সঙ্গীয় ফোর্স। এ সময় তার কাছ থেকে ৯ টি স্বর্ণের বার উদ্ধার হয় এবং তার ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি স্বর্ণের বার গুলোর বৈধ কোনো কাগজ দেখাতে পারেনি।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নগরীর রাজপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে। 

মঙ্গলবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।