রাজশাহীর চারঘাটে ১০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ ৫ জন মাদক কারবারীকে গ্রেফতারকরেছে র্যাব-৫।
শনিবার (৩০ মার্চ) রাত সাড়ে ১২টায় চারঘাট থানাধীন মৌগাছী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: মোঃ রফিকুল ইসলাম (৬০), চারঘাট থানার মৌগাছী গ্রামের মৃত আলহাজ্ব নুরুল ইসলামের ছেলে, মোঃ মাইনুল (৩৪), সে রাজশাহী মহানগরীর দামকুড়া থানার আলোকছত্র এলাকার মোঃ মহসিনের ছেলে, মোঃ সাজ্জাদ হোসেন মুকুল (৫৭), সে বগুড়া জেলার সোনাতলা থানার জোরগাছা গ্রামের মৃত আঃ সাত্তারের ছেলে, মোঃ আব্বাস আলী (৩০), সে রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার মোল্লাজামিরা গ্রামের মৃত বেল্লাল মন্ডলের ছেলে, মোঃ তুহিন (২৫), সে পুঠিয়া থানার বানেশ্বর মধ্যপাড়া গ্রামের মোঃ সাহাবুদ্দিনের ছেলে।
রবিবার দুপুরে র্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, সরকার কর্তৃক নিষিদ্ধ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজসে অজ্ঞাত স্থান থেকে গোপনে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে শনিবার রাত সাএড় ১২টায় বর্নিত স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চারঘাট থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
রবিবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।