রাজশাহী মহানগরীতে মোবাইল ফোনে শহীদ (৩৫) নামের এক ব্যক্তিকে ডেকে নগদ ৫২’শত টাকা ও একটি মোবাইল ছিনিয়ে নিয়েছে জেসমিন (২৬) নামের এক যুবতী ও তার সহযোগী।
শনিবার (৩০ মার্চ) সকাল সাড়ে ৮টায় মহানগরীর মতিহার থানার তালাইমারী ট্রাফিক মোড়ে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী শহিদ বাদি হয়ে মহানগরীর মতিহার থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার পরই মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি), শেখ মোঃ মোবারক পারভেজ এর নেতৃত্বে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত মোঃ রবিন (২৫) নামের এক যুবককে গ্রেফতার করে মতিহার থানার সেকেন্ড অফিসার এসআই পলাশ ও সঙ্গীয় ফোর্স। তবে ওই প্রতারক নারী পালিয়ে যায়। রবিবার (৩১ মার্চ) দুপুর ১টায় পূর্ণরায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামী মোসাঃ জেসমিন আক্তারকে (২৬) গ্রেফতার করে ওসি’র নেতৃত্বে সেকেন্ড অফিসার এসআই পলাশ ও সঙ্গীয় ফোর্স।
গ্রেফতারকৃতরা হলো: মোসাঃ জেসমিন আক্তার (২৬), সে মহানগরীর মতিহার থানার খোজাপুর এলাকার মোঃ খাদেমুল ইসলামের মেয়ে ও তার সহযোগী মোঃ রবিন, সে একই থানার কাজলা এলাকার (শামসুলের বাড়ির ভাড়াটিয়া), তবে সে বোয়ালিয়া থানার বাবর আলী সড়কের বাসিন্দা মৃত সিরাজুল হকের ছেলে।
ভুক্তভোগী মোঃ শহিদ, তিনি রাজশাহীর দুর্গাপুর থানার ঝালুকা গ্রামের কাজিমুদ্দিনের ছেলে। সে পেশায় একজন ভুটভুটি চালক।
ভুক্তভোগী মোঃ শহিদ জানায়, ১মাস আগে মোসাঃ জেসমিন আক্তারের সাথে মুঠো ফোনে পরিচয় হয়। প্রায় সে ফোন দিয়ে কথা বলে। শনিবার সে মুঠো ফোনে ফোন দিয়ে বলে, আমার বাড়িতে খাবার নাই, আমাকে কিছু টাকা দিয়ে সহযোগীতা করেন। তার কথায় মায়া হয়। আমি সরল বিশ্বাসে জেসমিনের দেয়া ঠিকানায় শনিবার সকাল সাড়ে ৮টায় রাজশাহী মহানগরীর মতিহার থানার কাজলা এলাকায় এসে পৌঁছায়। এ সময় সে আমাকে ফুসলিয়ে কাজলা এলাকায় তার ভাড়াকরা বাড়িতে (জনৈক সামশুলের বাড়ীর ভাড়াটিয়া) নিয়ে ঘরে ঢুকিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। ওই ঘরে আগে থেকেই রবিন ছিলো। তারা দু’জনে মিলে আমার ব্যবহৃত ২৫’শত টাকা মূল্যের বাটুম ফোন ও তার পকেটে থাকা নগদ ৫২’শত টাকা কেড়ে নেয়।
জানতে চাইলে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি), শেখ মোঃ মোবারক পারভেজ জানান, শহিদ নামের এক ব্যক্তিকে মুঠো ফোনে ডেকে জোরপূর্বক নগদ টাকা এবং মোবাইল কেড়ে নেওয়ার ঘটনায় ভুক্তভোগী শহিদ বাদী হয়ে মতিহার থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার পর শনিবার রাতে অভিযান চালিয়ে আসামী রবিনকে ও রবিবার দুপুরে প্রধান আসামী জেসমিন আক্তারকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে মোবাইল ও নগদ ২,হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
রবিবার গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।