২৭ নভেম্বর ২০২৪, বুধবার, ০৯:৫৫:৪৯ পূর্বাহ্ন


মতিহারে বিপুল পরিমান ফেনসিডিল উদ্ধার, পালিয়েছে পালা
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
  • আপডেট করা হয়েছে : ২৬-০৩-২০২৪
মতিহারে বিপুল পরিমান ফেনসিডিল উদ্ধার, পালিয়েছে পালা মতিহারে বিপুল পরিমান ফেনসিডিল উদ্ধার, পালিয়েছে পালা


রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে ১০০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (২৬ মার্চ) ভোর সাড়ে ৪টায় মতিহার থানাধীন খোঁজাপুর এলাকা থেকে এসব ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে ফেনসিডিলের মালিক মোঃ খাদেমুল ইসলাম পালা (৪৫) একটি বস্তায় ১০০ বোলত ফেনসিডিল ফেলে পালিয়ে গেছে।

মঙ্গলবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ জামিরুল ইসলাম।

তিনি জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৪টায় ডিবি পুলিশ জানতে পারে, মহানগরীর মতিহার থানার খোঁজাপুর এলাকায় মাদক কারবারী পালা বিপুল পরিমান ফেনসিডিল নিয়ে বিক্রি করার জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় এসআই মোঃ মিজানুর রহমান সরকার ও সঙ্গীয় ফোর্স। এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারী মোঃ খাদেমুল ইসলাম পালা একটি বস্তায় ১০০ বোতল ফেনসিডিল ফেলে পালিয়ে যায়। পরে তার ফেলে যাওয়া বস্তা ভর্তি ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ব্যপারে পালার বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক মাদক কারবারী পালাকে গ্রেফতারে অভিযান অব্যহত আছে।