২৭ নভেম্বর ২০২৪, বুধবার, ১১:৪৭:৫১ পূর্বাহ্ন


নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিতের লক্ষ্যে হোটেল ও রেস্তোরা পরিদর্শনে রাসিকের স্যানিটারী পরিদর্শকগণ
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২৪-০৩-২০২৪
নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিতের লক্ষ্যে হোটেল ও রেস্তোরা পরিদর্শনে রাসিকের স্যানিটারী পরিদর্শকগণ নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিতের লক্ষ্যে হোটেল ও রেস্তোরা পরিদর্শনে রাসিকের স্যানিটারী পরিদর্শকগণ


পবিত্র মাহে রমজান উপলক্ষে মহানগরবাসীকে নিরাপদ খাদ্য সরবরাহের লক্ষ্যে ব্যবসায়ীদের সচেতন করতে নগরীর বিভিন্ন হোটেল রেস্তোরাসমুহে রাসিকের স্যানিটারী পরিদর্শকগণ পরিদর্শন করেছেন।

রোববার দুপুরে নগরীর লক্ষ্মীপুর ও বিন্দুর মোড় এলাকার বিভিন্ন হোটেল ও রোস্তোরায় পরিদর্শন করেন তারা।

পরিদর্শনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়রের রমজানের শুভেচ্ছা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। এ সময় খোলা ও নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী না রাখা, রং মিশ্রিত খাদ্য বিক্রয় না করার বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।

এ সময় স্যানিটারী পরিদর্শক মোঃ আতিকুল হক, স্বাস্থ্য সহকারীগণ উপস্থিত ছিলেন।