২৭ নভেম্বর ২০২৪, বুধবার, ১১:৩৭:৩৮ পূর্বাহ্ন


নগরীর কর্ণহার ও শাহমখদুম থানায় গাঁজা ও হেরোইন-সহ গ্রেফতার-৪
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
  • আপডেট করা হয়েছে : ২৩-০৩-২০২৪
নগরীর কর্ণহার ও শাহমখদুম থানায় গাঁজা ও হেরোইন-সহ গ্রেফতার-৪ নগরীর কর্ণহার ও শাহমখদুম থানায় গাঁজা ও হেরোইন-সহ গ্রেফতার-৪


রাজশাহী মহানগরীতে পৃথক দু’টি স্থানে অভিযান চালিয়ে গাঁজা ও হেরোইন-সহ ৪জনকে গ্রেফতার করেছে কর্ণহার থানা ও শাহমখদুম থানা পুলিশ। কর্ণহার থানা পুলিশ ১৮০ গ্রাম গাঁজা-সহ ৩জনকে ও সোয়া ৫ গ্রাম হেরোইন-সহ শাহমখদুম থানা পুলিশ ১জনকে ব্যক্তিকে গ্রেফতার করে।

শুক্রবার (২২ মার্চ) রাত বিকাল তটা থেকে রাত পৌনে ১০টা পর্যন্ত চলা অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

কর্ণহার থানায় গ্রেফতারকৃতরা হলো: মোহাম্মদ মোস্তফা আলম (৪২), সে জামালপুর জেলার সরিষাবাড়ী থানার পিংনা গ্রামের মৃত আজগর আলীর ছেলে, মো: মিলন (৪০) সে মহানগরীর কর্ণহার থানার বারুইপাড়ার মৃত জিন্নাত আলীর ছেলে ও মোহাম্মদ রায়হান আলী (৩০) সে একই এলাকার মৃত সোবহানের ছেলে।

শাহমখদুম থানায় গ্রেফতারকৃতরা হলো: মোঃ ইয়াসিন আলী তুফান, সে মহাগরীর শাহমখদুম থানার ভুগরইল পশ্চিমপাড়া এলাকার মোঃ আব্দুল সোবহানের ছেলে।

শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ জামিরুল ইসলাম।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে কর্ণহার ও শাহমখদুম থানায় পৃথক পৃথক ভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।