২৭ নভেম্বর ২০২৪, বুধবার, ০২:৩৭:৪২ অপরাহ্ন


মহানগরীতে প্রতিবন্ধী নারীকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিলো পুলিশ
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
  • আপডেট করা হয়েছে : ১৯-০৩-২০২৪
মহানগরীতে প্রতিবন্ধী নারীকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিলো পুলিশ মহানগরীতে প্রতিবন্ধী নারীকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিলো পুলিশ


রাজশাহী মহানগরীতে মোসাঃ বিলকিস খাতুন বিথি (৪২) নামের এক প্রতিবন্ধী নারীকে উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে মহানগীর শাহমখদুম থানার পবা নতুনপাড়া এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মানসিক প্রতিবন্ধী মোসাঃ বিলকিস খাতুন বিথি (৪২), সে মহানগরীর নওদাপাড়া এলাকার মোঃ সাইদুর রহমানের স্ত্রী।

মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ জামিরুল ইসলাম।

তিনি জানান, মঙ্গলবার দুপুরে শাহমখদুম থানার এএসআই দিপ্ত রায় ও সঙ্গীয় ফোর্স জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পান শাহমখদুম থানার পবা নতুনপাড়া সোনার বাংলা নার্সারির পাশে এক নারী উদ্দেশ্যহীন ভাবে ঘোরাফেরা করছেন। সংবাদ পেয়ে তারা দুপুর সাড়ে ৩টায় সেখানে উপস্থিত হয়ে ওই নারীর নাম ঠিকানা জানতে চান। তিনি নাম ঠিকানা বলতে না পারলে তাকে থানায় নিয়ে আসেন।

এরপর শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মোঃ ইসমাইল হোসেন ওই নারীর সঙ্গে কথা বলে বুঝতে পারেন সে নারী মানসিক প্রতিবন্ধী। তখন তাঁর পরিচয় জানার জন্য অফিসার ইনচার্জ তাৎক্ষণিক থানা এলাকার কাউন্সিলর ও স্থানীয়দের অবগত করেন এবং বিভিন্ন ভাবে পরিচয় চেষ্টা অব্যাহত রাখেন।

এক পর্যায়ে সংবাদ পেয়ে বিকেল সাড়ে ৫টায় বিলকিস খাতুনের স্বামী মোঃ সাইদুর রহমান শাহমখদুম থানায় আসলে অফিসার ইনচার্জ তাকে তার স্বামীর কাছে তুলে দেন। বিলকিস খাতুনের পরিবার বিলকিসকে ফিরে পেয়ে অত্যন্ত আনন্দিত। তারা মহানগরীর শাহমখদুম থানা পুলিশকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।