রাজশাহী মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট, পবা ও শাহমখদুম থানা পুলিশের পৃথক অভিযানে ৪জন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার সকাল থেকে শুরু করে সোমবার বেলা ১১টা পর্যন্ত মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলো: মোঃ রবিউল ইসলাম, মোঃ মেজবাহ আহমেদ বাপ্পী, মোঃ সাগর আলী ও মোঃ মানিক। রবিউল রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার সাধুর মোড়ের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে। (সে এয়ারপোর্ট থানার ঝুজকাই পশ্চিমপাড়ায় বসবাস করে), মেজবাহ একই থানার বিরস্তইল গ্রামের মৃত সিহাব আহমেদের ছেলে, সাগর পবা থানার মধুসুদনপুরের মোঃ আকরাম হোসেনের ছেলে ও মানিক শাহমখদুম থানার নামোপাড়ার মোঃ মনু মিয়ার ছেলে।
সোমবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ জামিরুল ইসলাম।
তিনি জানান, আসামি মোঃ রবিউল ইসলামের বিরুদ্ধে মহানগরীর এয়ারপোর্ট থানায় সিআর মামলায় ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১৪ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা এবং আসামি মেজবাহ আহমেদ বাপ্পীর বিরুদ্ধে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড সাজা গ্রেফতারি পরোয়ানা মুলতবি ছিল। আসামিদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে এয়ারপোর্ট থানা পুলিশ। পরবর্তীতে এয়াপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামানের নেতৃত্বে এসআই মোঃ শরিফুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স তাকে গ্রেপ্তার করে। এয়ারপোর্ট থানার অপর একটি দল এসআই মোঃ জসিম উদ্দিনের নেতৃত্বে সোমবার সকাল ১১ টায় অভিযান পরিচালনা করে আসামি মেজবাহকে বাড়ি থেকে গ্রেপ্তার করে।
এদিকে পবা থানার অফিসার ইনচার্জ মো: সোহরাওয়ার্দী হোসেনের নেতৃত্বে এসআই মো: তাজউদ্দিন ও সঙ্গীয় ফোর্স সোমবার দুপুর সাড়ে ১২ টায় আসামি মোঃ সগর আলীকে গ্রেফতার করে।
এছাড়াও গতকাল ১৭ মার্চ সন্ধ্যা ৬ টায় শাহমখদুম থানায় যৌতুক নিরোধ আইনের মামলায় সাজাপ্রাপ্ত আসামি মানিককে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।