রাজশাহী মহানগরীর রাজপাড়া ও কাশিয়াডাঙ্গা থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ৫০০ গ্রাম গাঁজা, ৮ গ্রাম হেরোইন, ৩০ বোতল ফেনসিডিল ও ৫০ পিস ইয়াবাসহ ৪জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ জামিরুল ইসলাম।
তিনি জানান, শনিবার (১৬ই মার্চ) বিকালে রাজপাড়া থানার লক্ষীপুর এলাকায় ৫০০ গ্রাম গাঁজাসহ জিন্নাত নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করে এসআই মোহা: আব্দুল রহমান ও সঙ্গীয় ফোর্স।
অপর এক অভিযানে বিকাল সাড়ে ৫টায় রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকা থেকে জলি বেগমকে ৮গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে এসআই মোঃ নুরন্নবী হোসেন ও সঙ্গীয় ফোর্স।
অপর এক অভিযানে রাত ২০.৫৫ টায় সামিনুলকে ৩০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে এসআই মোঃ রবিউল ইসলাম ও সঙ্গীয় ফোর্স।
এই রাত ১০টায় রাজপাড়া থানার লক্ষীপুর ভাটাপাড়া এলাকা থেকে ৫০পিস ইয়াবা-সহ মাদক কারবারী আনোয়ারকে গ্রেফতার করে এসআই মোঃ লোকমান হোসাইন ও সঙ্গীয় ফোর্স ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজপাড়া ও কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। রবিবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।