২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ০৬:২৬:৩০ অপরাহ্ন


রাহুল-প্রিয়ঙ্কা প্রার্থী তালিকা ঘোষণার পথে কংগ্রেস
আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ০৮-০৩-২০২৪
রাহুল-প্রিয়ঙ্কা প্রার্থী তালিকা ঘোষণার পথে কংগ্রেস রাহুল-প্রিয়ঙ্কা প্রার্থী তালিকা ঘোষণার পথে কংগ্রেস


বিজেপির ১৯৫ জনের প্রথম তালিকার পর আজ, শুক্রবার লোকসভা নির্বাচনের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে কংগ্রেস। দলীয় সূত্রে জানা গেছে, রাহুল গান্ধী তাঁর পুরনো কেন্দ্র কেরলের ওয়ানাড়ে দাঁড়াতে পারেন। সেখানে ইতিমধ্যেই ইন্ডিয়া জোটসঙ্গী সিপিআইয়ের ডি রাজার স্ত্রী অ্যানি রাজা প্রার্থী হিসেবে প্রচারে নেমে পড়েছেন। আরও জানা গেছে, কংগ্রেসের সাধারণ সম্পাদক উত্তরপ্রদেশের প্রাক্তন দায়িত্বপ্রাপ্ত নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী পারিবারিক খাসতালুক রায়বেরিলি থেকে দাঁড়াতে চলেছেন। প্রথম দফায় দেশের প্রাচীনতম দল ৬০টির মতো আসনের প্রার্থী ঘোষণা করতে পারে।

বৃহস্পতিবার রাতে কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটি ৪০ জনের নাম চূড়ান্ত করেছে বলে সূত্র বলে জানিয়েছে। শুক্রবার ফের একদফায় আলোচনার পর নাম ঘোষণা হতে পারে। সিইসি বৈঠকে পৌরোহিত্য করেন দলের সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। সেখানে ১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রার্থীর বাছাই হয়। সেখানে রাহুলকে ফের লোকসভায় পাঠানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। স্মৃতি ইরানির আমেথি থেকে রাহুলকে দাঁড় করানো নিয়েও আলোচনা হয়েছে। শেষপর্যন্ত ওয়ানাড়ের সাংসদ দুই জায়গা থেকেই দাঁড়াবেন কিনা তা প্রার্থী ঘোষণার পরেই খোলসা হবে।

দিল্লিতে ইতিমধ্যেই আম আদমি পার্টি এবং বিজেপি প্রার্থী ঘোষণা করে দিয়েছে। সুতরাং, এদিন প্রার্থী তালিকায় থাকবে রাজধানীর কংগ্রেসি মুখ। এছাড়া সূত্র জানিয়েছে, খাড়্গের রাজ্য কর্নাটকের ১১ জনের নাম চূড়ান্ত করা হয়েছে। কেরল, ছত্তীসগড়, তেলঙ্গানা, সিকিম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয় এবং লাক্ষাদ্বীপের প্রার্থী ঘোষণা করতে পারে কংগ্রেস।

বেশ কিছু হেভিওয়েট নেতা প্রথম তালিকায় স্থান পেতে পারেন। যেমন, ছত্তীসগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল রাজনন্দগাঁও থেকে এবং তমরধ্বজ সাহু মহাসমুন্দ কেন্দ্রের প্রার্থী হতে পারেন। কোরবা আসনে প্রার্থী হতে পারেন মহিলা প্রার্থী জ্যোৎস্না মহন্ত। কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল দাঁড়াবেন এটা মোটামুটি নিশ্চিত। তেমনই বাদ পড়ার তালিকায় রয়েছেন বাঘেলের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী টিএস সিংদেও। কেরলে কংগ্রেস ১৬টি আসনে প্রার্থী দেবে। চারটি আসন শরিকদের জন্য ছাড়তে চলেছে।তিরুবনন্তপুরম থেকে শশী থারুরকে এবারেও প্রার্থী করছে দল।