বড়সড় নাদুসনুদুস পান্ডা। নাম তার পো। হাঁটাচলা, কথাবার্তা কৌতুককর হলেও সে মোটেও অকাজের নয়। যুদ্ধবিদ্যা শিখে গুরুত্বপূর্ণ লড়াইয়ে নেতৃত্ব দিয়ে সবাইকে তাক লাগিয়ে দেয় পো। কুংফু পান্ডা সিরিজের আগের তিনটি সিনেমার বড় সাফল্যের মধ্য দিয়ে অ্যানিমেশন চরিত্রটি জনপ্রিয় হয়ে উঠেছে সব বয়সী মানুষের কাছে।
শুক্রবার বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে কুংফু পান্ডার নতুন কিস্তি। এরই মধ্যে সিনেমাটির ট্রেইলার মুক্তি পেয়েছে; যা দেখে পোর লড়াই দেখতে উন্মুখ হয়ে আছে সারাবিশ্বের সব বয়সী দর্শক। বলা যায় সিরিজের চতুর্থ সিনেমাটি নিয়ে ভক্ত-দর্শকের প্রত্যাশা আগের চেয়ে অনেক বেশি।
হলিউডে সবচেয়ে জনপ্রিয় অ্যানিমেশন চলচ্চিত্রগুলোর একটিকুংফু পান্ডা সিরিজ। এবারের গল্পে পো একজন পাকা যোদ্ধা, তাকে শান্তি উপত্যকার আধ্যাত্মিক নেতা হওয়ার আহ্বান জানানো হয়েছে। কিন্তু সে তা নিতে নারাজ। অন্যদিকে শান্তি উপত্যকায় এসে হাজির হয় নতুন খলনায়ক গিরগিটি। ফলে পোর স্বদেশ রক্ষা করতে হবে।
অতিপ্রাকৃত ক্ষমতাধর নতুন খল চরিত্রের মুখোমুখি হওয়ার জন্য মার্শাল আর্টের কলাকৌশল আরও নিখুঁতভাবে শেখার পাশাপাশি নতুন যোদ্ধা খোঁজার প্রত্যয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করে পো।
কম্পিউটারে ত্রিমাত্রিক [থ্রিডি] অ্যানিমেশনের মাধ্যমে তৈরি ছবিটির দৃশ্যায়ন এককথায় অসাধারণ। চীনা ঐতিহ্যবাহী কাহিনিনির্ভর এই অ্যাকশন চলচ্চিত্রে গল্প বলার ধরন আর চরিত্রগুলোর অভিব্যক্তি ও সংলাপের মোহনীয়তা অনন্য। তাই দর্শকের মনেই থাকে না যে এটি নিছক অ্যানিমেশন ছবি। পো একই সঙ্গে মজার ও দায়িত্বশীল ব্যক্তির ভূমিকায়। প্রতিটি দায়িত্ব পালন করার পর সে দেখতে পায় সামনে নতুন আরেকটি ধাপ এসে হাজির।
অ্যানিমেটেড চরিত্রগুলোর জন্য ছবিতে কণ্ঠ দিয়েছেন বড় বড় তারকারা। তাদের মধ্যে রয়েছেন জ্যাক ব্ল্যাক, ডাস্টিন হফম্যান, ভায়োলা ডেভিস, জেমস হং, ইয়ান ম্যাকশেন, কে হুয় কোয়ান, রনি চিয়েং প্রমুখ। কুংফু পান্ডা সিরিজের প্রথম ছবিটি এসেছিল ২০০৮ সালে, দ্বিতীয়টি ২০১১ সালে এবং তৃতীয়টি ২০১৬ সালে।আট বছর অপেক্ষার পর এলো চতুর্থ কিস্তি।দেখা যাক, ছবিটি দর্শকের প্রত্যাশা কতটা পূরণ করতে পারে।