২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ০৭:৩৩:৫৬ অপরাহ্ন


সিরিয়ায় আইএসআইএস সন্ত্রাসী হামলায় নিহত ১৮
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৭-০৩-২০২৪
সিরিয়ায় আইএসআইএস সন্ত্রাসী হামলায় নিহত ১৮ ছবি: সংগৃহীত


পশ্চিম এশিয়ার দেশ সিরিয়ায় মৃত্যুর তাণ্ডব চালিয়েছে সন্ত্রাসীরা। তথ্য অনুযায়ী, বুধবার পূর্ব সিরিয়ার গ্রামবাসীদের ওপর সন্ত্রাসীরা গুলি চালায়। এই আকস্মিক হামলায় ১৮ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

হামলায় আহত হয়েছেন ১৬ জন। এই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এই হামলার পর ৫০ জন নিখোঁজ হয়েছে। পূর্ব সিরিয়ায়, সন্ত্রাসীরা গ্রামবাসীদের উপর গুলি চালায় যারা ট্রাফল সংগ্রহ করছিল।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বুধবার ইসলামিক স্টেট বা আইএসআইএস সন্ত্রাসীরা পূর্ব সিরিয়ায় ট্রাফল সংগ্রহকারী গ্রামবাসীদের উপর হামলা চালায়। এই হামলায় ১৮ জন নিহত এবং ১৮ জন আহত হয়। গ্রামবাসীরা যে ট্রাফলগুলি সংগ্রহ করছিল তা একটি মৌসুমী ফল যা চড়া দামে বিক্রি হয়। সিরিয়ার অনেক মানুষ এগুলো সংগ্রহ করতে বের হয়, কারণ এখানকার জনসংখ্যার ৯০ শতাংশই দারিদ্র্যসীমার নিচে।

এই ঘটনার বিষয়ে ব্রিটেন-ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, হামলায় প্রায় ৫০ জন নিখোঁজ রয়েছে। তাদের আইএস সন্ত্রাসীরা অপহরণ করেছে বলে আশঙ্কা করা হচ্ছে। অবজারভেটরি জানিয়েছে, নিহতদের মধ্যে সরকারপন্থী জাতীয় প্রতিরক্ষা বাহিনীর চার সদস্যও রয়েছে।

সরকারি সংবাদমাধ্যম দামা পোস্ট জানিয়েছে, মৃতের সংখ্যা ৪৪ বলে জানা গেছে। দামা পোস্ট জানিয়েছে, এটি ইসলামিক স্টেট গ্রুপের দ্বারা পরিচালিত সবচেয়ে মারাত্মক হামলা। ইরাক সীমান্তবর্তী পূর্বাঞ্চলীয় দেইর আল-জোর প্রদেশের কোবাজেব শহরের কাছে একটি মরুভূমিতে এই হামলার ঘটনা ঘটে।