০৪ ডিসেম্বর ২০২৪, বুধবার, ০১:০৩:৩৬ পূর্বাহ্ন


প্রথম ছবির পরেই নতুন গুঞ্জন!
তামান্না হাবিব নিশু :
  • আপডেট করা হয়েছে : ৩০-১২-২০২৩
প্রথম ছবির পরেই নতুন গুঞ্জন! প্রথম ছবির পরেই নতুন গুঞ্জন!


সদ্য মুক্তি পেয়েছে 'প্রধান'। দেব এবং সৌমিতৃষা কুণ্ডু অভিনীত ছবি নিয়ে দর্শকমহলে উন্মাদনা কিছু কম নয়। অভিজিৎ সেন পরিচালিত ছবিটি দিয়েই বড় পর্দায় হাতেখড়ি হল 'মিঠাই'-এর।

প্রথম ছবির পরেই সৌমিতৃষার দেবের সঙ্গে নতুন কাজ নিয়ে গুঞ্জন টলিপাড়ায়। শোনা যাচ্ছে, দেবের পরবর্তী ছবিতেও কাজ করবেন তিনি।

গুঞ্জন বলছে, কয়লা খনি অঞ্চলের জীবনযাপন এবং রাজনীতির প্রেক্ষাপটে তৈরি হবে ছবিটি। নাম 'খাদান'। নির্মাতারা যদিও এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি।

টলিপাড়ার অন্দরের খবর, দেব এবং ইধিকা পালের সঙ্গে গুরুত্বপূর্ণ একটি ভূমিকায় দেখা যাবে সৌমিতৃষাকেও। পর্দার মিঠাই যদিও সেই গুঞ্জন নস্যাৎ করেছেন। তিনি জানিয়েছেন, এখনও পর্যন্ত এমন কোনও ছবিতে কাজ করছেন না তিনি।

ছবিটির নাম না নিয়েই ইনস্টাগ্রামে তিনি লেখেন, "যে ছবির সঙ্গে আমার নাম জড়াচ্ছে, সেটি আমি করছি না। খুব শীঘ্রই আমার নতুন কাজের আপডেট দেব। আমাকে ভালবাসতে থাকুন।'