১৭ মে ২০২৪, শুক্রবার, ০৭:৫৯:০৮ পূর্বাহ্ন


রাজশাহীর সীমান্তে বিএসএফের তারায় পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু
মঈন উদ্দীন:
  • আপডেট করা হয়েছে : ২৩-১২-২০২৩
রাজশাহীর সীমান্তে বিএসএফের তারায় পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু রাজশাহীর সীমান্তে বিএসএফের তারায় পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু


রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ভারতীয় সীমান্ত এলাকার পদ্মানদী থেকে দুই যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শনিবার (২৩ ডিসেম্বর) ভোর ৬ টার দিকে ভারতীয় সীমান্ত থেকে ১ কিলোমিটার ভেতরে ঝাউতলা এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃতরা হলেন, গোদাগাড়ীর চরআষাড়িয়াদহ ইউনিয়নের চরকানাপাড় গ্রামের মো. শুকুরদির ছেলে কাউসার আলী (১৮) ও একই গ্রামের আতিকুর রহমানের ছেলে মোশারফ হোসেন মুশা (১৯)।

এবিষয়ে গোদাগাড়ী মডেল থানার ওসি আব্দুল মতিন বলেন, আমরা জানতে পেরেছি গত ১৯ ডিসেম্বর বিকালের দিকে ৭-৮ জন যুবক কাজের উদ্দেশ্যে চেন্নাই যাওয়ার জন্য অবৈধভাবে ভারতীয় সীমান্ত পাড়ি দিচ্ছিলো। ধারনা করা হচ্ছে, ভারতীয় বিএসএফ তাদের তাড়া করলে এদের মধ্যে ৫ জন ফেরত আসতে পেরেছে। বাকি দুইজন নিখোঁজ হলে মনেকরা হয় বিএসএফ তাদের আটক করে রেখেছে। শনিবার তাদের লাশ পাওয়ায় নিশ্চিত হওয়া যায় যে তাদের বিএসএফ আটক করে রাখেনি। কোনভাবে নদীতে পড়ে মারা গেছে। তবে তাদের লাশ ময়না তদন্ত করার জন্য রামেকের মর্গে পাঠানো হবে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর বিষয়টি নিশ্চত হওয়া যাবে।

চরআষাড়িয়াদহ ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল হক ভোলা বলেন, গত ১৯ ডিসেম্বর তারা দুজন নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজন হন। অনেক খোঁজাখুঁজির পর পাওয়া যায়নি। শনিবার সকাল ৬ টার দিকে নদীতে মাছ ধরতে যাওয়া অন্য জেলেরা তাদের মৃতদেহ ভারতীয় সীমান্তের ১ কিলোমিটার ভেতরে ঝাউতলা নামক স্থানে মূল পদ্মানদীর থেকে ভাগ হওয়া সরু নদীতে দেখতে পেয়ে খবর দিলে মরদেহ তুলে আনা হয়। এই নদীতে পানি প্রবাহমান আছে।