১৭ মে ২০২৪, শুক্রবার, ১১:৪০:৪৫ পূর্বাহ্ন


রাজশাহী পুলিশ লাইন্স বধ্যভূমিতে শহীদ বীর পুলিশদের শ্রদ্ধা নিবেদন
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
  • আপডেট করা হয়েছে : ১৬-১২-২০২৩
রাজশাহী পুলিশ লাইন্স বধ্যভূমিতে শহীদ বীর পুলিশদের শ্রদ্ধা নিবেদন রাজশাহী পুলিশ লাইন্স বধ্যভূমিতে শহীদ বীর পুলিশদের শ্রদ্ধা নিবেদন


রাজশাহী পুলিশ লাইন্স বধ্যভূমিতে জাতির সূর্য সন্তান বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় স্মরণ করলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি ও আরএমপি’র কমিশনার, রাজশাহী জেলার পুলিশ সুপারসহ রাজশাহীর সকল পুলিশ ইউনিট।

শনিবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে সকাল ৮ টায় রাজশাহী রেঞ্জর ডিআইজি মোঃ আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) ও আরএমপি’র কমিশনার বিপ্লব বিজয় তালুকদার রাজশাহী পুলিশ লাইন্স বধ্যভূমিতে শহীদ বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর মহান মুক্তিযুদ্ধে পুলিশ লাইন্সে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখ সমরে আত্মত্যাগকারী শহীদ বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে সেখানে এক মিনিট নীরবতা পালন করেন তাঁরা। পরে সকল শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

এসময় আরও শ্রদ্ধা জানান, রাজশাহী জেলার পুলিশ সুপার মোঃ সাইফুর রহমান, পিপিএম, পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), পিবিআই, রাজশাহী মোঃ মানিরুল ইসলাম, কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, রাজশাহী মোহাম্মদ তারিকুল ইসলাম, আরআরএফ কমান্ড্যান্ট দ্বীন মোহাম্মদ, বিশেষ পুলিশ সুপার, সিআইডি, রাজশাহী মোঃ আব্দুল জলিল, পিপিএম, পুলিশ সুপার টুরিস্ট পুলিশ, রাজশাহী মোঃ মিজানুর রহমান এবং পুলিশ সুপার, নৌ-পুলিশ মোঃ রুহুল কবির খাঁন, এন্টি টেররিজম ইউনিট (এটিইউ), রাজশাহী’র অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রকিবুল ইসলাম হাসান ইবনে রহমানসহ আরএমপি ও রাজশাহী রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।