২৬ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ০২:৩০:৫৫ পূর্বাহ্ন


‘ইলেকশন অ্যাপ’ উদ্বোধন আজ
Online Desk
  • আপডেট করা হয়েছে : ১২-১১-২০২৩
‘ইলেকশন অ্যাপ’ উদ্বোধন আজ File Photo


প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলে যে কোনো জটিলতা এড়াতে এবারের নির্বাচনে অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার ব্যবস্থা রাখা হচ্ছে। সেই সঙ্গে ই-ব্যাংকিংয়ের মাধ্যমে অনলাইনে জামানতের টাকা পরিশোধের সুযোগও থাকছে। 

অন্যদিকে ভোটকেন্দ্রে নাম ও ভোটার নম্বর খুঁজে পাওয়ার ভোগান্তি কমাতে ‘বাংলাদেশ ইলেকশন অ্যাপ’ নামে একটি অ্যাপ তৈরি করেছে কমিশন। 

আজ রোববার সেটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। এই অ্যাপে ভোটারের তথ্যের পাশাপাশি নির্বাচন কমিশনের কর্মকর্তাদের জন্য রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, জেলা প্রশাসক, পুলিশ সুপার (এসপি) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) নির্বাচনি কাজে নিয়োজিত গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের পরিচয় ও ফোন নম্বর দেওয়া থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।