২৬ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ০৩:৩১:০১ পূর্বাহ্ন


প্রবল বর্ষণে বন্যায় ধ্বংসযজ্ঞ! মৃত ৩০
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৭-১১-২০২৩
প্রবল বর্ষণে বন্যায় ধ্বংসযজ্ঞ! মৃত ৩০ ছবি: সংগৃহীত


কেনিয়া ও সোমালিয়ায় ভারী বর্ষণের পর আকস্মিক বন্যায় অন্তত ৩০ জন মারা গেছে এবং হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সোমবার সাহায্য সংস্থাগুলো এ তথ্য জানিয়েছে। সোমালিয়ায় ভয়াবহ বন্যায় অন্তত ১৪ জনের মৃত্যু এবং বাড়িঘর, রাস্তা ও সেতু ধ্বংস হওয়ার পর সরকার জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে।

জরুরী ও উদ্ধারকর্মীরা দক্ষিণ সোমালিয়ার জুবাল্যান্ড রাজ্যের লুক জেলায় বন্যায় আটকে পড়া মানুষদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। বন্যায় আটকে পড়া মানুষের আনুমানিক সংখ্যা ২৪০০ বলে জানা গেছে। প্রতিবেশী কেনিয়াতে, কেনিয়া রেড ক্রস বলেছে যে শুক্রবার ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার পর থেকে মৃতের সংখ্যা বেড়ে ১৫ হয়েছে, উপকূলীয় শহর মোম্বাসা এবং উত্তর-পূর্বাঞ্চলীয় কাউন্টি মান্দেরা এবং ওয়াজির সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সোমালিয়ায় বন্যা বিপর্যস্ত

এর আগে মে মাসেও বন্যা ইথিওপিয়া ও সোমালিয়ায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। চলতি বছরের মার্চে ভারী বর্ষণে আকস্মিক বন্যায় কয়েক ডজন মানুষ মারা যায়, ক্ষতিগ্রস্ত হয় তিন লাখ মানুষ। বলা হচ্ছিল প্রায় তিন বছর ধরে এখানে খরা ছিল। এ বছর এখানে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে।

তিন বছর বৃষ্টি হয়নি

সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সাল থেকে গত বছর ইথিওপিয়া ও সোমালিয়ায় কোনও বৃষ্টি হয়নি। এর কারণে প্রায় ১৪ লাখ মানুষ সোমালিয়া ছেড়ে চলে যায়, আর খরার কারণে ৩৮ লাখ পশু মারা যায়। তথ্য অনুযায়ী, ১৯৮১ সালের পর সবচেয়ে কম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে শবেলে-জুবা নদী উপত্যকায়।