আগ্রাসনের জবাব দিতে গত ৭ অক্টোবর ইসরাইলে অভিযান চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপর থেকে অবরুদ্ধ গাজায় অব্যাহতভাবে হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী। ইহুদিবাদী শাসকদের নির্বিচার আগ্রাসনে গাজায় এরই মধ্যে প্রাণহানি ছাড়িয়েছে ১০ হাজার।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সোমবার (৬ নভেম্বর) এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় গত এক মাসে ইসরাইলের হামলায় মোট ১০ হাজার ২২ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৪ হাজার ১০৪ শিশু ও ২ হাজার ৬৪১ জন নারী রয়েছে।
এছাড়াও, ইসরাইলি হামলায় আহত হয়েছেন ২৫ হাজারের বেশি ফিলিস্তিনি।
গাজায় প্রতিনিয়তই হামলা জোরদার করছে ইসরাইলি বাহিনী। সোমবার পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হামাসের সাড়ে ৪শ অবস্থান লক্ষ্য করে সুনির্দিষ্ট হামলা চালানোর দাবি করেছে তেল আবিব। সেইসঙ্গে স্থল অভিযান চালিয়ে সংগঠনটির নতুন বেশ কয়েকটি সুড়ঙ্গ ধ্বংস করা হয় বলেও জানায় ইসরাইলি সেনাবাহিনী।
গাজা উপত্যকাকে দুইভাগে ভাগ করার দাবি তুলে আইডিএফ জানিয়েছে, তাদের সেনারা যেন ট্যাংক নিয়ে গাজার আরও ভেতরে প্রবেশ করতে পারে সেজন্যই হামলার মাত্রা বাড়ানো হয়েছে।
আল জাজিরার প্রতিবেদন মতে, রোববার (৬ নভেম্বর) রাতভর গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে এক রাতেই দুই শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এছাড়া হামলার আগে অঞ্চলটির ইন্টারনেট, মোবাইলসহ সব ধরনের যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেয়া হয়।