ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার মাগাজি শরণার্থীশিবিরে ইসরাইলের বোমা হামলায় ৫১ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।
রোববার (৫ নভেম্বর) ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফার বরাত দিয়ে আল জাজিরা এই তথ্য জানিয়েছে।
এর আগে শনিবার রাতে মাগাজী শরণার্থীশিবিরে ব্যাপক বোমা হামলায় দুটি আবাসিক বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়ার খবর পাওয়া যায়।
শনিবার (৪ নভেম্বর) জাবালিয়া শরণার্থীশিবিরের একটি স্কুলে বোমা হামলা চালিয়েছে ইসরাইল। এতে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। মূলত স্কুলটিকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করছিল ফিলিস্তিনিরা।
মঙ্গলবার (৩১ অক্টোবর) গাজার সবচেয়ে জনবহুল এলাকায় অবস্থিত জাবালিয়া শরণার্থী ক্যাম্পে বিমান হামলায় চালায় ইসরাইল। এতে সেদিন অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হন। ওই হামলার রেশ কাটতে না কাটতেই একই শরণার্থী শিবিরে আবারও ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এরপর বৃহস্পতিবার (২ নভেম্বর) তৃতীয়বারের মতো জাবালিয়া শরণার্থী শিবিরে হামলা চালানো হয়। জাবালিয়া শরণার্থীশিবিরের তিনদিনের এই হামলায় এক হাজারেরও বেশি মানুষ নিহত হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়।
এদিকে, ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার পর্যন্ত ইসরাইলি হামলায় ফিলিস্তিনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৪৮৮ জনে। এছাড়া ইসরাইলি হামলায় আহত হয়েছে অন্তত ২৬ হাজার ২০০ জন। আহতদের মধ্যে ২৪ হাজার জন গাজার অধিবাসী, বাকিরা পশ্চিম তীরের।