২৬ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ০৬:৫০:১৪ পূর্বাহ্ন


ইতালিতে ভয়াবহ ঝড়-বৃষ্টি, বন্যা! নিহত বেড়ে ১০
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৩-১১-২০২৩
ইতালিতে ভয়াবহ ঝড়-বৃষ্টি, বন্যা! নিহত বেড়ে ১০ ছবি: সংগৃহীত


রেকর্ড ভাঙা বৃষ্টিপাতের ফলে শুক্রবার ইতালির দিকে ধেয়ে আসা ঝড় সিয়ারানের ফলে বিস্তীর্ণ অঞ্চলে বন্যা দেখা দিয়েছে, বাসিন্দারা তাদের বাড়িতে আটকে পড়েছেন, হাসপাতালগুলো ডুবে গেছে এবং গাড়ি উল্টে গেছে। ঝড়ে পশ্চিম ইউরোপে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে, যার ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে।

ইতালির সিভিল প্রটেকশন কর্তৃপক্ষ জানিয়েছে, উপকূলের লিভোর্নো শহর থেকে মুগেলোর অভ্যন্তরীণ উপত্যকা পর্যন্ত তিন ঘণ্টায় ২০০ মিলিমিটার (প্রায় ৮ ইঞ্চি) বৃষ্টিপাত হয়েছে।

জানা গিয়েছে, তাসকানিতে নিহতদের মধ্যে ফ্লোরেন্সের উত্তরে প্রাতো শহরের কাছে ৮৫ বছর বয়সী এক ব্যক্তি এবং ৮৪ বছর বয়সী এক নারী মারা গেছেন।

শুক্রবার টাসকানিতে কমপক্ষে তিনজন এবং ভেনিসের উত্তরে ভেনেটো পাহাড়ে একজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। অন্যান্য অঞ্চলে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং কর্তৃপক্ষ সতর্ক করেছে যে ঝড়টি দক্ষিণ ইতালির দিকে অগ্রসর হচ্ছে।