২৬ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ০৬:৪০:৩৮ পূর্বাহ্ন


গাজায় নিহতের সংখ্যা ৯ হাজার ছাড়ালো
আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ০২-১১-২০২৩
গাজায় নিহতের সংখ্যা ৯ হাজার ছাড়ালো


ফিলিস্তিনের গাজায় ইসরাইলের চলমান বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৯ হাজার ৬১ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ৩ হাজার ৭৬০ জন শিশু রয়েছে। এছাড়াও আহত হয়েছে ৩২ হাজারেরও বেশি।

বৃহস্পতিবার (২ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ‘গত ৭ অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া ইসরাইলের হামলায় ৯ হাজার ৬১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩ হাজার ৭৬০ জন শিশু। এছাড়াও এখন পর্যন্ত আহত হয়েছেন ৩২ হাজারেরও বেশি।’
 
স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, অধিকৃত পশ্চিমতীরে নিহত হয়েছেন ১৩২ জন। আর আহত হয়েছে অন্তত ২০০০ জন। 
 
গত ৭ অক্টোবর ইসরাইলে অতর্কিত রকেট হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামাসের হামলার প্রতিবাদে সেদিন থেকেই গাজায় অবিরাম বিমান হামলা চালাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী। এরইমধ্যে তারা সীমিত আকারে স্থল অভিযানও শুরু করেছে ফিলিস্তিনি ভূখণ্ডে। 
 
সংঘাত শুরুর পর প্রথম এক সপ্তাহেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় ৬ হাজার বোমা ফেলা হয়েছে বলে জানায় ইসরাইলি সেনাবাহিনী। এসব বোমার ওজন প্রায় ৪ হাজার টন। এরপর যতই দিন গেছে বোমাবর্ষণের পরিমাণও বেড়েছে।
 
এছাড়াও অবরুদ্ধ গাজায় মানবেতর পরিস্থিতি সৃষ্টি করেছে ইসরাইল। গত ৭ অক্টোবর থেকেই গাজায় পানি, বিদ্যুৎ,জ্বালানি সরবারাহ বন্ধ করে দিয়েছে নেতানিয়াহু সরকার। এমনকি ইসরাইলি তাণ্ডবে বাস্তুচ্যুত হয়েছেন গাজার ১৪ লাখের বেশি বাসিন্দা। যার মধ্যে ৬ লাখের বেশি আশ্রয় নিয়েছেন জাতিসংঘ পরিচালিত ১৫০টি জরুরি আশ্রয়শিবিরে।