অধিকৃত গাজায় আবারো টেলিযোগাযোগ এবং ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন করেছে ইসরাইল। বুধবার (১ নভেম্বর) প্যালেস্টাইন টেলিকমিউনিকেশন্স কোম্পানি (প্যালটেল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে এ তথ্য জানিয়েছে।
এর আগে, স্থানীয় সময় শুক্রবার (২৭ অক্টোবর) থেকে রোববার (২৯ অক্টোবর) ভোর পর্যন্ত টানা প্রায় ৩৬ ঘণ্টা সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল গাজা। পরে মাত্র দুদিনের জন্য গাজায় ইন্টারনেট সংযোগ চালু করে ইসরাইল। এরপর আজ (বুধবার) আবারো গাজায় টেলিযোগাযোগ এবং ইন্টারনেট পরিষেবা বিচ্ছিন্ন করে দিয়েছে দেশটি।
মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকা নীতি এবং বৈশ্বিক মানবাধিকার বিষয়ক সংস্থা অ্যাকসেস নাউ’র অ্যাডভোকেসি ম্যানেজার মারওয়া ফাতাফতা বলেন, ’গাজায় স্থল আক্রমণ শুরু করেছে ইসরাইল। তাদের এ যুদ্ধাপরাধকে গোপন রাখার জন্য গাজায় টেলিযোগাযোগ এবং ইন্টারনেট সেবা বন্ধ করেছে।’
তিনি আরও বলেন, ‘গাজাকে ব্ল্যাকআউট বা পুরোপুরি বিদ্যুৎহীন করে গাজাবাসীদের জনজীবন বিপর্যস্ত করাও ইসরাইলিদের একটি যুদ্ধ কৌশল।’
গাজায় ব্ল্যাকআউট ছাড়াও জ্বালানির অভাবে এবং অবকাঠামোগত ক্ষতির জন্য জি২ মোবাইল নেটওয়ার্ক ভেঙে পড়েছে। এতে গাজার যোগাযোগব্যবস্থা আরও অচল হয়ে পড়েছে।
গাজায় গত ৭ অক্টোবর থেকে চলমান ইসরাইলি হামলায় এখন পর্যন্ত সাড়ে ৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ৩ হাজারের বেশি শিশু আরও ২ হাজারের বেশি নারী রয়েছেন। এছাড়াও আহতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। অন্যদিকে, এখনো ধ্বংসস্তূপের নিচে প্রায় দেড় হাজার মরদেহ চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া পশ্চিম তীরেও হামলা বাড়িয়েছে ইসরাইলি বাহিনী।