২৬ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ০৮:২০:৫৮ পূর্বাহ্ন


হারিকেনের আঘাতে লণ্ডভণ্ড মেক্সিকোর উপকূল, নিহত ২৭
আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ২৭-১০-২০২৩
হারিকেনের আঘাতে লণ্ডভণ্ড মেক্সিকোর উপকূল, নিহত ২৭ মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ সড়কপথে দুর্ঘটনাকবলিত এলাকা পরিদর্শন করেছেন। ছবি: সংগৃহীত


মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী হারিকেন ওটিস। স্থানীয় সময় বুধবার (২৫অক্টোবর) আঘাত হানা এ ঘূর্ণিঝড়ে অন্তত ২৭ জন নিহত হয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
 
ঘূর্ণিঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পর্যটন নগরী আকাপুলকো। সেখানকার ৮০ শতাংশ হোটেল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রাস্তাগুলো পানিতে তলিয়ে গেছে।
 
মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ সড়কপথে দুর্ঘটনাকবলিত এলাকা পরিদর্শন করেছেন।
 
তিনি বলেছেন,সেনাবাহিনী যন্ত্রপাতি নিয়ে আসছে এবং যত তাড়াতাড়ি সম্ভব (হাইওয়ে) পুনরায় চালু করার চেষ্টা করা হচ্ছে।
 
২৪ ঘণ্টার বেশি সময় ধরে টেলিফোন ও মোবাইল ফোন সেবা ব্যাহত হওয়ায় নিহতের সংখ্যা প্রকাশ করতে কর্মকর্তাদের বৃহস্পতিবার সকাল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে।
 
দেশটির নিরাপত্তা বিষয়ক প্রতিমন্ত্রী রোসা আইসেলা রদ্রিগেজ বলেন, দুর্ভাগ্যবশত, আমরা ২৭ জনের নিহতের খবর পেয়েছি। এছাড়া চারজন নিখোঁজ রয়েছেন।
 
তারা কোথায় বা কীভাবে নিহত হয়েছেন সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।

মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আকাপুলকো ও উপকূলবর্তী শহরগুলোর রাস্তা সচল এবং বাসিন্দাদের খাবার ও পানি সরবরাহ করতে প্রায় আট হাজার সেনা মোতায়েন করা হয়েছে।
 
হারিকেন ওটিস বুধবার স্থানীয় সময় ১২টায় আঘাত হানে। এই হারিকেনের তীব্রতা নির্ধারণ করা হয়েছে ‘ক্যাটাগরি ফাইভ।