২৬ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ১০:৩০:৩৬ পূর্বাহ্ন


সাদ্দাম হোসেনের মেয়েকে ৭বছরের কারাদণ্ড দিয়েছে আদালত
আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ২৩-১০-২০২৩
সাদ্দাম হোসেনের মেয়েকে ৭বছরের কারাদণ্ড দিয়েছে  আদালত সাদ্দাম হোসেনের মেয়েকে ৭বছরের কারাদণ্ড দিয়েছে আদালত


ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের মেয়েকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে বাগদাদের একটি আদালত। নিষিদ্ধ বাথ পার্টির প্রশংসা করা এবং তার প্রচারণা চালানোর অপরাধে গত রোববার তার বিরুদ্ধে এ রায় দেয়া হয়।

মামলার অভিযোগে জানা গেছে, ২০২১ সালে এক টেলিভিশন সাক্ষাৎকারে নিষিদ্ধ বাথ পার্টির কার্যক্রম প্রচার করার অপরাধে সাদ্দাম হোসেনের মেয়ে রাঘাদ সাদ্দামকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। তিনি সে সময় সৌদি মালিকানাধীন আল-আরাবিয়া চ্যানেলে ১৯৭৯ থেকে ২০০৩ সাল পর্যন্ত ইরাকে তার বাবার শাসনের প্রশংসা করেন।

রাঘাদ সাদ্দম বলেন, আমার বাবার সঠিক ও কঠোর শাসনে ইরাক অনেক সুশৃঙ্খল ও ভালো অবস্থানে ছিল। অনেকেই আমাকে বলেছেন, সাদ্দাম হোসেনের সময়টা আমাদের জন্য সত্যিই গৌরবের ছিল। সে সময় দেশটি স্থিতিশীল ও সমৃদ্ধ ছিল।

২০০৩ সালে ইরাকে মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনের সময় সাদ্দাম হোসেনের পতন হয়। পরবর্তী সময়ে তার দল বাথ পার্টিকে বিলুপ্ত ও নিষিদ্ধ করা হয়। দেশটির আইন অনুসারে কেউ যদি ক্ষমতাচ্যুত শাসনের প্রচারের ছবি বা প্রশংসা করে বা প্রচার করে তাহলে তাদেরকে বিচারের মুখোমুখি করা হতে পারে।

রাঘাদ সাদ্দাম হোসেন বর্তমানে তার বোন রানার সঙ্গে জর্ডানে বসবাস করছেন। তার অনুপস্থিতিতেই বাগদাদের আদালত তারা বিরুদ্ধে সাত বছরের এ রায় ঘোষণা করেছে। ২০০৬ সালের ৩০ ডিসেম্বর সাদ্দাম হোসেনের ফাঁসি কার্যকর করা হয়। তার দুই ছেলে উদয় ও কুসে ২০০৩ সালে মসুলে মার্কিন সেনাবাহিনীর হাতে নিহত হয়। সূত্র: এএফপি।