২৬ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ১০:২৩:১৬ পূর্বাহ্ন


গাজায় পৌঁছাল ত্রাণবাহী ট্রাকের তৃতীয় বহর
আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ২৩-১০-২০২৩
গাজায় পৌঁছাল ত্রাণবাহী ট্রাকের তৃতীয় বহর গাজায় পৌঁছাল ত্রাণবাহী ট্রাকের তৃতীয় বহর


অবরুদ্ধ গাজায় পৌঁছেছে ত্রাণবাহী ট্রাকের তৃতীয় বহর। মিশর ও গাজাকে সংযুক্তকারী রাফাহ ক্রসিং দিয়ে সোমবার (২৩ অক্টোবর) এই মানবিক সহায়তা ঢুকেছে বলে নিশ্চিত করেছে মিশরের রেড ক্রিসেন্ট।

ইনস্টাগ্রাম পোস্টে মিশরীয় রেড ক্রিসেন্ট জানিয়েছে, ফিলিস্তিনিদের মাঝে ত্রাণ বিতরণের জন্য অবরুদ্ধ গাজা উপত্যকায় তৃতীয় দফায় ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে। এতে জরুরি-ভিত্তিতে প্রয়োজনীয় খাবার, পানি ও চিকিৎসা উপকরণ রয়েছে।  

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, খাদ্য, পানি, ওষুধ ও চিকিৎসা সামগ্রী নিয়ে অন্তত ৩৪টি ট্রাক শনি (২১ অক্টোবর) ও রোববার (২২ অক্টোবর) রাফাহ ক্রসিং দিয়ে মিশর থেকে গাজায় গেছে।  

এদিকে মানবাধিকার গোষ্ঠীগুলো জানিয়েছে, গাজায় এখন পর্যন্ত পর্যাপ্ত সাহায্য পৌঁছায়নি। এছাড়া ইসরাইলি বাহিনীর বোমাবর্ষণও অব্যাহত রয়েছে। 

অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রায় ২৩ লাখ ফিলিস্তিনি মারাত্মক পানিশূন্যতা এবং অনাহারের ঝুঁকিতে রয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) জাতিসংঘের বিশেষজ্ঞরা বলেছেন, ‘গাজায় ইসরাইলের অভিযান মানবতাবিরোধী অপরাধের সমান।’ 

গত ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এতে এখন পর্যন্ত প্রায় দেড় হাজার ইসরাইলি নিহত হয়েছেন। আহত হয়েছেন সাড়ে পাঁচ হাজারের বেশি মানুষ। 

অন্যদিকে ইসরাইলের অব্যাহত হামলায় গাজা উপত্যকায় সাড়ে চার হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ১৪ হাজারের বেশি। 

এছাড়াও অবরুদ্ধ পশ্চীম তীরে নিহত হয়েছেন ৯৫ জন, আহতের সংখ্যা ছাড়িয়েছে দেড় হাজার।