২৬ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ১০:২৭:৪০ পূর্বাহ্ন


ট্রেনে বিনা টিকিটে ভ্রমণ, ২৩ যাত্রী কারাগারে
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২৩-১০-২০২৩
ট্রেনে বিনা টিকিটে ভ্রমণ, ২৩ যাত্রী কারাগারে ছবি: সংগৃহীত


পাবনার ঈশ্বরদীতে বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ২৩ যাত্রীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এদের মধ্যে ২১ জনকে ১০ দিন ও দু’জনকে একদিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী রেল বিভাগের ছয়টি আন্তঃনগর ট্রেনে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।

পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন জানান, রোববার দুপুর ২টা পর্যন্ত খুলনা-ঈশ্বরদী রেলরুটের মধ্যে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নেতৃত্বে ছিলেন রেলওয়ে পাকশী বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামান।

অভিযান চালানো ৬ ট্রেন হলো- খুলনা-ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ও রূপসা (আপ-ডাউন) এক্সপ্রেস ট্রেন, খুলনা-রাজশাহীগামী কপোতাক্ষ (আপ-ডাউন) ও সাগরদাড়ি এক্সপ্রেস।

পাকশী বিভাগীয় রেলওয়ে ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামান বলেন, রেলের বিধি অনুযায়ী ২৩ জনের মধ্যে ২১ জনকে ১০ দিন ও বাকি দু’জনকে একদিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এদের চুয়াডাঙ্গা কারাগারে পাঠানো হয়।

অভিযান চলাকালে আরও উপস্থিত ছিলেন- সহকারী বাণিজ্যিক কর্মকর্তা ফারহান মাহমুদ, ট্রেন টিকিট পরিদর্শকসহ (টিটিই) রেলওয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।