১০ বছরের ‘লিভ-ইন’ জীবনের ইতি টানলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ইতালির প্রধানমন্ত্রীর পুরুষ বন্ধু গিয়ামব্রুনো সম্প্রতি কিছু নারী বিদ্বেষী মন্তব্য করায় উঠে এসেছিলেন খবরের শিরোনামে। যা নিয়ে কম জলঘোলা হয়নি। অনেকেই আন্দ্রের এহেন মন্তব্যের জন্য নিন্দাও করেছেন। সেই বিতর্কের মধ্যেই জর্জিয়া জানিয়ে দিলেন, তিনি আবার ‘একলা’ হলেন!
শুক্রবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তাঁর লিভ-ইন পার্টনারের সঙ্গে বিচ্ছেদের কথা জানান ইতালির প্রধানমন্ত্রী। তিনি লেখেন, 'আন্দ্রের সঙ্গে আমার ১০ বছরের সম্পর্ক শেষ হচ্ছে এখানেই। আমাদের পথ আগেই আলাদা হয়ে গিয়েছে। এখন সেটা জানানোর সময় এসেছে।'
সপ্তাহখানেক আগে একটি টেলিভিশনের লাইভ শো-তে এক মহিলা সহকর্মীর উদ্দেশে অশালীন মন্তব্য করেন জর্জিয়ার পার্টনার। এমনকী ওই মহিলা সহকর্মীকে তিনি বলেন, 'যদি আপনি আমার সঙ্গে যৌনতায় লিপ্ত হন, তবেই আমি আপনাকে সাহায্য করতে পারি।' যা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়। নিন্দা করেছিলেন জর্জিয়াও।
আন্দ্রের এমন কীর্তি নতুন নয়। গত অগস্ট মাসে গণধর্ষণের শিকার এক নির্যাতিতার প্রতিও তিনি অশালীন মন্তব্য করেছিলেন। এইসব কারণেই আন্দ্রের সঙ্গে দূরত্ব বাড়ে জর্জিয়ার। আলাদা থাকা শুরু করেন ইতালির প্রধানমন্ত্রী। এবার বিচ্ছেদের কথা জানান তিনি। আন্দ্রে ও জর্জিয়ার একটি মেয়েও আছে।