হামাস-ইজরায়েল যুদ্ধে রীতিমতো কুরুক্ষেত্রে পরিণত হয়েছে গাজা। পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবার তেল আভিভে এসেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে তাঁর সফরের ঠিক আগে গাজার হাসপাতালে ভয়াবহ হামলা চালানো হয়। ঘটনার পরেই হামাস দাবি করে, ইজরায়েলই গাজার আল-আহলি ব্যাপটিস্ট হাসপাতালে হামলা চালিয়েছে। তবে সেই অভিযোগ অস্বীকার করেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বুধবার জানানো হয়েছিল হাসপাতাল হামলায় অন্তত ৫০০ জনের মৃত্যু হয়েছে। তবে বৃহস্পতিবার সকাল অবধি মৃতের সংখ্যা ৮০০ পেরিয়ে গিয়েছে।
এদিকে হাসপাতালে এভাবে রকেট হানায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রসংঘ এবং হু (WHO)। ঘটনায় তিনদিনের শোক ঘোষণা করেছেন প্যালেস্তাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। সূত্রের খবর, গাজার এই হাসপাতালে রোগী, চিকিৎসক, নার্স ছাড়াও বহু ঘরছাড়া মানুষ আশ্রয় নিয়েছিলেন। এদিকে আগেই ইজরায়েলি সেনার তরফে গাজার মোট ২০টি হাসপাতাল খালি করতে বলা হয়েছিল, তার মধ্যে একটি এই হাসপাতাল। কিন্তু সেখানে অনেক সঙ্কটজনক রোগী ভর্তি থাকায় তা সম্ভব হয়নি। এমনকী রোগীদের সরিয়ে নিয়ে যাওয়ার জন্য ছিল না পর্যাপ্ত অ্যাম্বুল্যান্সও।
এদিকে এই ঘটনায় আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ইজরায়েলের পাশে দাঁড়ালেও আলাদা করে নেতানিয়াহুকে সতর্কবাণীও দিয়েছেন তিনি। ইজরায়েলে নেমে একান্ত আলাপচারিতায় মার্কিন প্রেসিডেন্ট বলেন, “২০০১ সালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার (৯/১১ হামলা) পর আমরা যে ভুলটা করেছিলাম এই পরিস্থিতিতে রাগের মাথায় আপনারা সেই ভুলটা করবেন না। ৭ অক্টোবরে হামলার পর আপনার দেশের পরিস্থিতি আমি বুঝতে পারছি। এই ঘটনায় আপনার রাগ হওয়া উচিত। কিন্তু তা যেন আপনাকে বশ করে না ফেলে। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার পর আমরা সুবিচার চেয়েছিলাম এবং একইসঙ্গে আমরা ভুলও করেছিলাম।”