০৯ মে ২০২৪, বৃহস্পতিবার, ০৯:১৫:৪৩ অপরাহ্ন


হামাসকে নিজ মাটিতে পরাজিত করার হুমকি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী
  • আপডেট করা হয়েছে : ২০-১০-২০২৩
হামাসকে নিজ মাটিতে পরাজিত করার হুমকি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী হামাসকে নিজ মাটিতে পরাজিত করার হুমকি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী


অবরুদ্ধ গাজায় শিগগিরই স্থল অভিযান শুরু করা হবে এবং হামাসকে নিজ মাটিতেই পরাজিত করা হবে। এমনটাই বলেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত। গতকাল বৃহস্পতিবার গাজা উপত্যকার নিকটবর্তী বিভিন্ন সেনাঘাঁটি পরিদর্শন করেন। সে সময় তিনি গিবাতি ব্রিগেড পরিদর্শনকালে এ মন্তব্য করেন। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ইয়োভ গ্যালান্ত সৈন্যদের উদ্দেশে বলেন, খুব শিগগিরই অবরুদ্ধ গাজায় অভিযান চালানোর অনুমতি দেওয়া হবে। তিনি বলেন, ‘আপনারা এখন গাজাকে দূর থেকে দেখছেন, খুব শিগগিরই এটিকে ভেতর থেকেও দেখতে পাবেন। শিগগিরই আপনারা ভেতরে ঢোকার আদেশ পাবেন।’

এ সময় গ্যালান্ত ইসরায়েলে হামাসের হামলা ঠেকানোর ব্যর্থতার দায় স্বীকার করেন। তিনি বলেন, ‘আমিই প্রতিরক্ষা ব্যবস্থাপনার জন্য দায়ী। বিগত দুই সপ্তাহে যা ঘটেছে, সেই কঠিন সময়ের জন্যও দায়ী আমি এবং এর বিপরীতে এই যুদ্ধে জয় ছিনিয়ে আনার দায়িত্বও আমার।’ এ সময় তিনি বলেন, ‘আমাদের নির্ভুল ও ভয়াবহ হয়ে উঠতে হবে, যাতে আমরা আমাদের মিশন সম্পূর্ণ করতে পারি।’

এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও গাজা সীমান্তের কাছে বিভিন্ন সেনা ইউনিট পরিদর্শন করেন। এ সময় তিনি ইসরায়েলের সশস্ত্র বাহিনীর গোলানি ব্রিগেডের সৈন্যদের সঙ্গে আলাপকালে বলেন, ইসরায়েল বড় ধরনের জয়ের পথেই রয়েছে। তিনি বলেন, ‘আমরা আমাদের সর্বশক্তি প্রয়োগ করে জিততে যাচ্ছি। ইসরায়েলের জনগণ আপনাদের সঙ্গে আছে।’

বেনিয়ামিন নেতানিয়াহু আরও বলেন, ‘আপনারা আপনাদের সর্বশক্তি প্রয়োগ করে আমাদের শত্রুদের ওপর চড়াও হবেন। যাতে আমরা বিজয়ী হতে পারি।’

এদিকে ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ডের প্রধান মেজর জেনারেল ইয়েরন ফিঙ্কেলম্যান বলেছেন, গাজায় ইসরায়েলি বাহিনীর স্থল অভিযান ‘দীর্ঘ ও তীব্র’ হতে যাচ্ছে। তিনি বলেন, ‘এই যুদ্ধ আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। আমাদের নিষ্ঠুর শত্রুরা আমাদের ভয়াবহভাবে আঘাত করেছে। কিন্তু আমরা তাদের থামিয়ে দিয়েছি...আমরা তাদের ওপর তীব্রভাবে চড়াও হয়েছি।’

উল্লেখ্য, গত সপ্তাহ ধরেই কল্পনা-জল্পনা চলছে- ইসরায়েল যেকোনো সময় গাজায় স্থল অভিযান শুরু করতে পারে। কিন্তু এখন পর্যন্ত দেশটির সরকার এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি। তবে সর্বশেষ গতকাল বৃহস্পতিবার দেশটির যুদ্ধকালীন জাতীয় সরকার বৈঠকে বসেছিল। তবে এই অভিযানের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। সপ্তাহ খানিক আগে ইসরায়েলি বাহিনী গাজার কেন্দ্র ও উত্তর অঞ্চল থেকে লোকদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিল। সেই সময় পেরিয়ে গেলেও ইসরায়েল অভিযান শুরু করেনি।