বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের গুরুত্বের ওপর জোর দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আখতার।
যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির বাংলাদেশ সফর শেষে বুধবার (১৮ অক্টোবর) ঢাকায় মার্কিন দূতাবাস এক প্রেস নোটে এ তথ্য জানায়।
মার্কিন দূতাবাসের প্রেস নোটে বলা হয়েছে, আফরিন আখতার ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের সদস্য, রোহিঙ্গা শরণার্থী এবং মানবিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে দেখা করতে ১৬-১৭ অক্টোবর ঢাকা ও কক্সবাজার সফর করেন।
আফরিন আখতার পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, বাংলাদেশ সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ফলপ্রসূ বৈঠক করেন। তিনি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের গুরুত্বের ওপর জোর দেন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নসহ পারস্পরিক স্বার্থের অন্যান্য ক্ষেত্র নিয়ে আলোচনা করেন।