২০ মে ২০২৪, সোমবার, ০৪:৫৪:৫৯ অপরাহ্ন


ইসরাইলি সেনাদের বিনামূল্যে খাবার দিয়ে তোপের মুখে ম্যাকডোনাল্ডস
আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ১৫-১০-২০২৩
ইসরাইলি সেনাদের বিনামূল্যে খাবার দিয়ে তোপের মুখে ম্যাকডোনাল্ডস


গাজায় অভিযান চালানো ইসরাইলি বাহিনীকে বিনামূল্যে খাদ্য সরবরাহের ঘোষণা দিয়ে তোপের মুখে পড়েছে বিশ্বখ্যাত ফুড চেইন ম্যাকডোনাল্ডস। প্রতিষ্ঠানটির ইসরাইল শাখা থেকে সম্প্রতি জানানো হয়, এরইমধ্যে তারা ইসরাইলি সেনাদের মাঝে খাবার বিতরণ শুরু করেছে।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, গাজার বাসিন্দাদের ওপর নির্বিচার হামলা চালানো ইসরাইলি বাহিনীকে বিনামূল্যে খাদ্য সহায়তা দেয়ায় ঘোষণায় বিশ্বজুড়ে তুমুল সমালোচনার মুখে পড়েছে ম্যাকডোনাল্ডস। সামাজিক মাধ্যমগুলোতে অনেকেই এই ফুড চেইনকে বয়কটের ডাক দিয়েছেন। 

তারা বলছেন, যেসব সংস্থা যুদ্ধে পক্ষ নেয়, নির্দোষ শিশু এবং অসহায়দের হত্যাযজ্ঞে হত্যাকারী দেশের পাশে দাঁড়ায়; তাদের বয়কট করা উচিত।

এদিকে তুমুল সমালোচনার মুখে পড়ে ম্যাকডোনাল্ডস ইসরাইলের যে ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে বিনামূল্যে খাবার বিতরণের ঘোষণা দেয়া হয়েছিল, সেই পোস্টটি ‘প্রাইভেট’ করে দেয়া হয়েছে।

অন্যদিকে, এসব ঘটনার প্রেক্ষিতে লেবাননে ম্যাকডোনাল্ডসের দুটি আউটলেট ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। 

তবে গাজাবাসীর পাশে দাঁড়িয়েছে ম্যাকডোনাল্ডসের ওমান, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক এবং কুয়েত কর্তৃপক্ষ।