২৩ নভেম্বর ২০২৪, শনিবার, ০৭:২২:৫৫ পূর্বাহ্ন


রাণীনগরে দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) :
  • আপডেট করা হয়েছে : ১৩-১০-২০২৩
রাণীনগরে দুর্যোগ প্রশমন দিবস উদযাপন রাণীনগরে দুর্যোগ প্রশমন দিবস উদযাপন


নওগাঁর রাণীনগরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে।“অসময়তার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার সকালে ভূমিকম্প, অগ্নিকান্ড, বন্যা ও বজ্রপাত বিষয়ক মহড়া,র‌ র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

রাণীনগর উপজেলা প্রশাসন (দুর্যোগ ব্যবস্থাপনা) শাখার আয়োজনে একটি র‍্যালী বের করা হয়। র‍‍্যালীটি উপজেলার প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ শেষে পরিষদ প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে রাণীনগর ফায়ার সার্ভিস বিভাগের বিভিন্ন দুর্যোগ ও দুর্ঘটনা মোকাবেলায় কিভাবে প্রতিরোধ গড়ে তোলা যায় সেই বিষয়ে মহড়া প্রদর্শন করা হয়। পরে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হাফিজুর রহমান,ভাইস চেয়ারম্যান জার্জিস হাসান মিঠু,ফায়ার সার্ভিস লিডার শামিম,উপজেলা সহকারী প্রশাসক রায়হান আলম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান ও একাডেমিক সুপারভাইজার কামরুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।