২৬ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ০৩:৪৪:২০ অপরাহ্ন


২০২৩ সাল তাপমাত্রার সব রেকর্ড ভেঙে ফেলেছে,‌ দাবি রাষ্ট্রপুঞ্জের
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৩-১০-২০২৩
২০২৩ সাল তাপমাত্রার সব রেকর্ড ভেঙে ফেলেছে,‌ দাবি রাষ্ট্রপুঞ্জের রাষ্ট্রপুঞ্জের প্রধান আন্তোনিও গুতেরেস। ছবি: সংগৃহীত


 ২০২৩ সাল তাপমাত্রার সব রেকর্ড ভেঙে ফেলেছে। দাবি করলেন রাষ্ট্রপুঞ্জের প্রধান আন্তোনিও গুতেরেস।

তিনি জানান, এ বছর বিশ্বে রেকর্ড পরিমাণ খরা, অগ্নিকাণ্ড ও বন্যার ঘটনা ঘটেছে। এসব দুর্যোগের কারণে সৃষ্ট পরিস্থিতি আরো জটিল হচ্ছে দারিদ্র্য ও অসমতার কারণে।

শুক্রবার আন্তর্জাতিক ডিজাস্টার দিবস উপলক্ষে এক বার্তায় তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপুঞ্জের মহাসচিব বলেন, দরিদ্র আর প্রান্তিক মানুষেরাই সবচেয়ে ঝুঁকিতে থাকেন। তাঁদের অনেকের বসবাস বন্যা ও খরাপ্রবণ এলাকায়। প্রাকৃতিক দুর্যোগের কারণে যে ক্ষয়ক্ষতি হয়, তা এড়াতে এবং এসব ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে প্রয়োজনীয় সরঞ্জামের ঘাটতিও রয়েছে তাদের। তাই স্থিতিশীল ভবিষ্যতের জন্য অসমতার বিরুদ্ধে লড়াইয়ের ডাক দেন তিনি।