২৬ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ০৩:৪৩:০৩ অপরাহ্ন


বাংলাদেশকে ৩৪ কোটি ডলার ঋণ দেবে এডিবি
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১২-১০-২০২৩
বাংলাদেশকে ৩৪ কোটি ডলার ঋণ দেবে এডিবি সংগৃহিত ছবি


ডেঙ্গু, ইনফ্লুয়েঞ্জা, কোভিডসহ বিভিন্ন রোগের টিকা উৎপাদনের কারখানা স্থাপনে বাংলাদেশকে প্রায় ৩৪ কোটি ডলার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

বুধবার (১১ অক্টোবর) পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সঙ্গে সাক্ষাতের পর এডিবির বাংলাদেশ প্রধান এডিমন গিন্টিং এ কথা জানান।

পরিকল্পনামন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এডিমন গিন্টিং সাংবাদিকদের জানান, টিকা প্রকল্প নিয়ে আলোচনা করতে পরিকল্পনামন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে। বাংলাদেশের টিকা উৎপাদনের সক্ষমতা আছে। সে কারণেই এ বিষয়ে বাংলাদেশকে সহযোগিতা করবে এডিবি।

পরিকল্পনামন্ত্রী আরো বলেন, ঋণের চুক্তি সইয়ের ব্যাপারে কাজ হচ্ছে। চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে চুক্তি সই করা হলে নমনীয় সুদে যে অর্ধেক ঋণ পাওয়ার সুযোগ আছে, তা আর থাকবে না। বিষয়টি তামাদি হয়ে যাবে।

উল্লেখ্য, ঋণের অর্ধেক কম সুদের নমনীয় ঋণ। বাকি ঋণে বাজারদরের কাছাকাছি হারে সুদ আরোপিত হবে।

তিনি জানান, বিভিন্ন টিকার তত্ত্বীয় দিকনির্দেশনা দেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, অর্থ দেবে এডিবি আর তৈরি করবে বাংলাদেশ। এই ত্রিমুখী সহযোগিতার ভিত্তিতে স্থানীয়ভাবে টিকা তৈরি হবে।