০৯ মে ২০২৪, বৃহস্পতিবার, ১২:৩২:৫৪ অপরাহ্ন


বিশ্ব দৃষ্টি দিবস- আপনার চোখকে ভালোবাসুন
অনলাইন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ১২-১০-২০২৩
বিশ্ব দৃষ্টি দিবস- আপনার চোখকে ভালোবাসুন ফাইল ফটো


প্রতি বছর অক্টোবর মাসের দ্বিতীয় বৃহস্পতিবার সারাবিশ্বে পালন করা হয় বিশ্ব দৃষ্টি দিবস। বৈশ্বিক প্রেক্ষাপটে অন্ধত্ব এবং চোখের বিকলতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই বিশ্বজুড়ে এ দিবস পালন করা হয়।

আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিশ্ব দৃষ্টি দিবস। আর এবারের প্রতিপাদ্য বিষয়- ‘আপনার চোখকে ভালবাসুন, কর্মস্থলেও’। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালন করা হচ্ছে।
 
বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে আজ রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে সকাল ১১টায় একটি সচেতনতামূলক শোভাযাত্রা বের হবে। দুপুর ১২টায় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট মিলনায়তনে এবারের প্রতিপাদ্য এবং ‘ইনসাইট ২০৩০’ বিষয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হবে।
 
জানা যায়, ২০০০ সালে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের সাইট-ফার্স্ট-ক্যাম্পেইনের ফলশ্রুতিতে এই দিবসের শুরু হয়।
 
বিশেষজ্ঞরা বলছেন, ছোটবেলা থেকে স্মার্টফোন ও ট্যাবে ভিডিও গেমসের আসক্তি শিশুদের চোখের বিভিন্ন ধরনের সমস্যাসহ নানা ধরনের মানসিক সমস্যার দিকে ঠেলে দিচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে পৃথিবীতে প্রায় ২২০ কোটি মানুষ অন্ধত্ব বা দৃষ্টি প্রতিবন্ধকতায় ভুগছে, যার মধ্যে এক বিলিয়ন মানুষের অন্ধত্ব বা দৃষ্টি প্রতিবন্ধকতা প্রতিরোধ ও প্রতিকার করা সম্ভব।