২৬ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ০৬:৩৩:১৮ অপরাহ্ন


আন্দামান সাগরে ৪.৩ মাত্রার ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ০৮-১০-২০২৩
আন্দামান সাগরে ৪.৩ মাত্রার ভূমিকম্প ফাইল ফটো


আন্দামান সাগরে ৪.৩ মাত্রায় ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (৮ অক্টোবর) স্থানীয় সময় ভোর ৩ টা ২০ মিনিটে ভূ-কম্পনটি অনুভূত হয়।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানায়, ভূমিকম্পটি আন্দামান সাগরের ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৩। খবর এনডিটিভির।
 
এর আগে, গত মাসে আন্দামান সাগরে দুটি ভূমিকম্প হয়। ভূমিকম্প দুটির মাত্রা ছিল যথাক্রমে ৪. ৪ এবং ৪.৩।
 
এর আগে, শনিবার ( ৭ অক্টোবর) সকালে আফগানিস্তানে প্রথমে ৬.৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, এ ভূমিকম্পের পর চারটি বড় ধরনের আফটার শক হয়েছে। ভূমিকম্পটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দেশটির। এখন পর্যন্ত সেখানে এক হাজার মানুষ মারা গেছেন।