২৩ নভেম্বর ২০২৪, শনিবার, ১১:৪২:০৬ পূর্বাহ্ন


পত্নীতলায় বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত
শামীম আক্তার চৌধুরী প্রিন্স, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১০-০৩-২০২২
পত্নীতলায় বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত পত্নীতলায় বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত


পত্নীতলায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও সামাজিক ক্ষমতায়ন ও আইন সুরক্ষা কর্মসূচী (সেল্প) এর সহযোগীতায় বহস্পতিবার বেলা ১২টায় উপজেলা ভূমি অফিস কার্যালয়ে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

সহকারী কমিশনার ভূমি পত্নীতলার রাশেদুল ইসলামের সভাপতিত্বে ও ও ব্রাক সেল্প কর্মসূচী প্রকল্পের ডেপুটি ম্যানেজার শরিফুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার।

সভায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ (রাহাদ), মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল, যুব কর্মকর্তা আলম আলী, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোরশেদুল আলম, কৃষ্ণপুর ইউপির চেয়ারম্যান নজরুল ইসলাম, পত্নীতলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ্ব মনিবুর রহমান গোল্ডেন, এসআই বিজন, এনজিও সংস্থা ব্রতীর বাবর আলী, আরকো সংস্থার সেবক শিক্ষা অফিসার রায়হান, ব্রাক পত্নীতলার সিমা পারভিন, দিপ্তী টপ্ন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সূধীজন প্রমূখ।

রাজশাহীর সময় /এএইচ