২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ০৪:৪১:৫৬ অপরাহ্ন


আফগানিস্তানে একাধিক শক্তিশালী ভূমিকম্প, ১৫ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ০৭-১০-২০২৩
আফগানিস্তানে একাধিক শক্তিশালী ভূমিকম্প, ১৫ জনের মৃত্যু আফগানিস্তানে ভূমিকম্পের কেন্দ্রস্থল হেরাত শহর থেকে ৪০ কিলোমিটার উত্তরপশ্চিমাঞ্চল।ছবি: গার্ডিয়ান


আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে শক্তিশালী একাধিক ভূমিকম্পে কমপক্ষে ১৫ জনের ‍মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন অন্তত ৪০ জন।

শনিবার (৭ অক্টোবর) সকালে প্রথমে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, এই ভূমিকম্পের পর চারটি বড় ধরনের আফটারশক হয়েছে, যার কেন্দ্রস্থল ছিল ওই অঞ্চলের বৃহত্তম শহরের কাছে।

ইউএসজিএসের তথ্য অনুযায়ী, শনিবার আঘাত হানা ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দেশটির হেরাত শহর থেকে ৪০ কিলোমিটার উত্তরপশ্চিমাঞ্চলে।
 
এই ভূমিকম্পের পর দেশটিতে ৫ দশমিক ৫, ৪ দশমিক ৭, ৬ দশমিক ৩ ও ৫ দশমিক ৯ মাত্রার চারটি শক্তিশালী আফটারশক অনুভূত হয়েছে।

ভূমিকম্পে অনেকগুলো ভবন ধসে পড়ায় মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ভবনগুলোর ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকা পড়ে আছেন বলে জানা গেছে।

আফগানিস্তানের তালেবান সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, ভূমিকম্প শুরু হওয়ার পর হেরাতে বাসিন্দারা তড়িঘড়ি বাড়ি ও ভবনগুলো ছেড়ে বের হয়ে আসতে শুরু করে, এ সময় অনেকে হতাহত হন।