২৩ নভেম্বর ২০২৪, শনিবার, ১১:৪২:০৫ পূর্বাহ্ন


সাপাহারে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা
হাফিজুল হক,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১০-০৩-২০২২
সাপাহারে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা সাপাহারে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা


নওগাঁর সাপাহারে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালী ও  সভা  অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল  সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের সহযোগীতায় উপজেলা চত্বর হতে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিন করে।

র‌্যালী শেষে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহি অফিসার আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহাজাহান হোসেন। 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোদেজা বিবি বিআরডিএ কর্মকর্তা আলমগীর হোসেন, প্রোগ্রামার অফিসার মোস্তাকিম হোসেন ,আনসার ভিডিপি কর্মকর্তা জুলেখা, প্রেসক্লাব সভাপতি ও ভোরের ডাক সাপাহার প্রতিনিধি জাহাঙ্গীর আলম মানিক, সিনিয়র সহ-সভাপতি ও জাতীয় দৈনিক আজকের সংবাদ সাপাহার প্রতিনিধি সাংবাদিক হাফিজুল হক, সাংগঠনিক সম্পাদক ও নয়া শতাব্দি  উপজেলা প্রতিনিধি সোহেল চৌধুরী রানা, সদস্য ও সময়ের কলম উপজেলা প্রতিনিধি মমিন খানপ্রমূখ। 

এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রাজশাহীর সময় /এএইচ