২৩ নভেম্বর ২০২৪, শনিবার, ০৭:৫০:২৭ পূর্বাহ্ন


রাণীনগরে চুরি করে পালানোর সময় সয়াবিন তেলসহ যুবক আটক
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) :
  • আপডেট করা হয়েছে : ২০-০৯-২০২৩
রাণীনগরে চুরি করে পালানোর সময় সয়াবিন তেলসহ যুবক আটক রাণীনগরে চুরি করে পালানোর সময় সয়াবিন তেলসহ যুবক আটক


নওগাঁর রাণীনগরে মুদি দোকান থেকে ১৪ লিটার সয়াবিন তেল চুরি করে পালানোর সময় রেজাউল ইসলাম (২৭) নামে এক চোরকে আটক করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার সিম্বা বাজারে পাহারাদার তাকে তেলসহ আটক করে পুলিশে সোর্পদ করে। এঘটনায় চুরি মামলার রুজুর পর গ্রেফতার দেখিয়ে বুধবার রেজাউলকে আদালতে সোপর্দ করা হয়েছে। রেজাউল উপজেলার লোহাচুড়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন,উপজেলার লোহাচুড়া গ্রামের সামির উদ্দীনের ছেলে আজাহার আলীর লোহাচুড়া বাজারস্থ মুদি দোকানের টিনের চালা কেটে ঘরে প্রবেশ করে। এর পর ঘরের ভিতর থেকে দরজার খুলে ১৪ লিটার সয়াবিন তেল চুরি করে পালিয়ে যাচ্ছিল রেজাউল ইসলাম । এসময় সিম্বা বাজারে পৌছলে বাজারের পাহারাদার তাকে তেলসহ আটক করে পুলিশে সোর্পদ করে।

এ ঘটনায় মুদি দোকান মালিক আজাহার আলী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় রেজাউলকে গ্রেফতার দেখিয়ে বুধবার আদালতে সোর্পদ করা হয়েছে।