২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ০৬:৩৩:৫৫ অপরাহ্ন


কপিরাইট মামলায় জড়ালেন মাইলসের শাফিন
বিনোদন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৮-০৯-২০২৩
কপিরাইট মামলায় জড়ালেন মাইলসের শাফিন মো. শাফিন আহমেদ। ছবি: সংগৃহীত


অনুমতি ছাড়া শতাধিক গান প্রচার করার অভিযোগে কপিরাইট আইনে মাইলস ব্যান্ডের কণ্ঠশিল্পী মো. শাফিন আহমেদ মামলা করেছেন।

সোমবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ মো. আসাদুজ্জামানের আদালতে তিনি এ মামলা করেন।

সংবাদ মাধ্যম অনুযায়ী, সোমবার (১৮ সেপ্টেম্বর) ঢাকার মহানগর দায়রা জজ মো. আসাদুজ্জামানের আদালতে তিনি হাজির হয়ে মামলা করেন। শুনানি শেষে বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করে আগামী ৫ নভেম্বর আসামিদের হাজির হতে সমন জারি করা হয়েছে। মামলার অপর আসামি হলেন পরিচালক আশিফুন নবী। সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পিপি তাপস কুমার পাল এ বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে বলা হয়, কণ্ঠশিল্পী মো. শাফিন আহমেদের গাওয়া শতাধিক গান অনুমতি ছাড়া বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ইউটিউব, আমাজন, আই টিউনস, এ্যপল মিউজিক প্রচার করে অপরাধ করেছেন। এ অভিযোগে শাফিন আহমেদ কপিরাইট আইনে ৭১/৮২/৯১ ধারায় মামলা করেছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, কণ্ঠশিল্পী মো. শাফিন আহমেদের গাওয়া শতাধিক গান অনুমতি ছাড়া বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম যেমন ইউটিউব, আমাজন, আই টিউনস, এ্যাপল মিউজিকে প্রচার করে অপরাধ করেছেন।