২৭ নভেম্বর ২০২৪, বুধবার, ০২:৩৯:২৬ পূর্বাহ্ন


লাগাতার বৃষ্টির জেরে ভূমিধ্বস! কঙ্গোতে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৮-০৯-২০২৩
লাগাতার বৃষ্টির জেরে ভূমিধ্বস! কঙ্গোতে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা ছবি: সংগৃহীত


লাগাতার বৃষ্টির জের। আর সেকারণেই পাহাড়ি ধসে চাপা পড়ল একাধিক ঘর। পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়ে পিষে দিল একাধিক ঘরবাড়ি। ধসের কারণেই ভয়াবহ অবস্থা কঙ্গোতে। ইতিমধ্যে ধসে চাপা পড়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ১৭ জনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন।

কঙ্গো নদীর পাশে মোঙ্গালা প্রদেশের লিসাই শহরের ঘটনা। আর আচমকা এমন ঘটনায় শোকের ছায়া কঙ্গোতে।

জানা গিয়েছে, গত কয়েক দিন ধরে সেখানে মুষলধারে বৃষ্টি চলছে। সেই কারণেই পাহাড়ে ধস নামে। আর পাহাড়ের ধ্বংসাবশেষের নীচে চাপা পড়েছে পাহাড়ের পাদদেশে থাকা একাধিক বাড়ি। তবে এখনও ধ্বংসস্তূপে অনেকে আটকে আছেন বলে মনে করা হচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে বৃষ্টি মাথায় নিয়েই জোরকদমে উদ্ধারকাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন। এদিকে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মোঙ্গালা প্রদেশের গভর্নর। তিনি জানান, অতিরিক্ত বৃষ্টির কারণে এমন বিপর্যয়। তবে ধ্বংসস্তূপে চাপা পড়া দুর্ঘটনাগ্রস্তদের বাঁচানোর সবরকম চেষ্টা প্রশাসন করবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

কিছুদিন আগেই কঙ্গোর সোনার খনিতে ধস নেমে একাধিক শ্রমিক আটকে পড়েন। তারপর কিছুদিন কাটতে না কাটতেই বৃষ্টিতে ধস নেমে বহু মানুষের প্রাণহানির ঘটনা সামনে এল।