২৭ নভেম্বর ২০২৪, বুধবার, ০৪:৩৬:২২ পূর্বাহ্ন


বিদেশ সীমান্তে পাক জঙ্গিদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে চিন !
আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ১৫-০৯-২০২৩
বিদেশ সীমান্তে পাক জঙ্গিদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে চিন ! বিদেশ সীমান্তে পাক জঙ্গিদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে চিন !


পাক মদতপুষ্ট জঙ্গিদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে চিন। শুধু অস্ত্র নয়, উন্নতমানের যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে নিখুঁত মানচিত্রের জোগানও দেওয়া হচ্ছে পাক জঙ্গিদের। ভারতে অনুপ্রবেশ করে নাশকতা চালাতেই এই সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান, সেরকমটাই অনুমান ভারতীয় গোয়েন্দাদের। বেশ কয়েকমাস ধরে কাশ্মীর, পাঞ্জাবের মতো সীমান্তবর্তী রাজ্যগুলো থেকে ভারতের মাটিতে অনুপ্রবেশের চেষ্টা করছে পাক মদতপুষ্ট জঙ্গিরা। সেনার সঙ্গে লাগাতার সংঘর্ষেও জড়াচ্ছে তারা।

একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি শিবির সম্পর্কে বিস্ফোরক তথ্য প্রকাশ করেছেন ভারতীয় গোয়েন্দারা। তাঁদের মতে, পাক গোয়েন্দা সংস্থা আইএসআই চাইছে জঙ্গিদের হাতে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র তুলে দিতে। সেই জন্যই চিনের দ্বারস্থ হয়েছে পাক গোয়েন্দা সংস্থা। সেদেশ থেকে পিস্তল, গ্রেনেডের মতো নানা সরঞ্জাম তুলে দেওয়া হচ্ছে পাক জঙ্গিদের হাতে। চিনা ড্রোনের মাধ্যমে সোজা পাক অধিকৃত কাশ্মীরে পৌঁছে যাচ্ছে অস্ত্র। 

তবে অস্ত্রের পাশাপাশি আনুসাঙ্গিক নানা সরঞ্জামও পাক মদতপুষ্ট জঙ্গিদের হাতে তুলে দিচ্ছে চিন। ডিজিটাল ম্যাপ শিট, দিক নির্ণায়ক যন্ত্রও পাঠানো হয়েছে জঙ্গিদের জন্য। সীমান্ত এলাকায় প্রহরা পেরিয়ে কীভাবে ভারতের মাটিতে অনুপ্রবেশ করতে হবে, সেই ছক কষতে কাজে লাগানো হবে এই অত্যাধুনিক মানচিত্রগুলো। এছাড়াও উন্নতমানের যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতেও পাক জঙ্গিদের সাহায্য করছে চিন। পাক অধিকৃত কাশ্মীর থেকে ভারতে থাকা এজেন্টদের সঙ্গে যোগাযোগ করতে বিশেষ প্রযুক্তি ব্যবহার করবে জঙ্গিরা, যা ধরা পড়বে না ভারতীয় গোয়েন্দাদের নজরদারি ব্যবস্থায়।