ভয়ংকর গতিতে বাড়ছে মৃত্যুর সংখ্যা। প্রথমে ২ হাজার, পরে ৫ হাজার, তার পরে ১০হাজার। বর্তমানে গতি প্রকৃতি যেদিকে তাতে মৃত্যুর সংখ্যা ২০ হাজার ছুঁই-ছুঁই বলেই আশঙ্কা।
নিহতের মধ্যে বিদেশি আছেন ৪০০ জন। ক্লাইমেট চেঞ্জ যে ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে, সেটা ক্রমে অনুভূত হচ্ছে। এখন পৃথিবী জুড়ে কোনও না কোনও দেশের কোনও না কোনও অংশে লেগেই থাকে প্রাকৃতিক দুর্যোগ। বর্তমানে লিবিয়ায় চলছে ভয়ংকর ঝড়ের তান্ডব। জলস্রোতে ভেসে গিয়েছে পুরো এলাকা।